শনিবার, ২৮ জুন, ২০১৪


চুয়াডাঙ্গায় অপহৃত গৃহবধূ কেরানীগঞ্জে উদ্ধার চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা : চুয়াডাঙ্গা শহরের পলাশ পাড়া থেকে অপহৃত গৃহবধূ পপি খাতুন (২০) কে ৭৩ দিন পর ঢাকার কেরানীগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণকারী আসাদুল ইসলাম (২৬)কে আটক করে।পুলিশ জানায়, আজ সোমবার ভোরে চুয়াডাঙ্গা থানার ওসি মুন্সী আসাদুজ্জামানের নেতৃত্বে এসআই খলিলুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার কেরানীগঞ্জের ভাড়াবাড়ি থেকে গৃহবধূ পপিকে উদ্ধার করে। এসময় দামুড়হুদা উপজেলার কোমরপুর গ্রামের শুকুর আলীর ছেলে অপহরণকারী আসাদুল ইসলামকে আটক করে।উল্লেখ্য, গত ১১ এপ্রিল বিকালে শহরের পলাশ-পাড়া এলাকার আমজাদ হোসেনের স্ত্রী পপি খাতুন নিখোঁজ হয়। এরপর ১৭ এপ্রিল পপির বাবা জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে জামাতা আমজাদ হোসেন ও ফরহাদসহ ৩ জনের নাম উল্লেখ করে মেয়েকে হত্যা করে লাশ গুম করার অভিযোগ এনে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করে। এ ঘটনার পর পুলিশ ফরহাদকে আটক করে।সদর থানার ওসি মুন্সী আসাদুজ্জামান জানান, প্রেম-ঘটিত সম্পর্কের কারণেই আসাদুলের হাত ধরে পপি খাতুন ঘর ছেড়ে অজানার পথে পাড়ি জমায়। তিনি আরও জানান, এ মামলার এজাহার-ভুক্ত আসামি ফরহাদ আজও চুয়াডাঙ্গা জেলা কারাগারে বন্দী রয়েছেন। - See more at: http://www.dailyinqilab.com/2014/06/23/187731.php#sthash.KNrYB2zO.dpuf

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন