সোমবার, ১৬ জুন, ২০১৪


ধর্ষিতার চিৎকারেও এগিয়ে আসে না কেউ! (ভিডিও) June 15, 2014 by নিউজ ডেস্ক/মেহা in প্রতিবেশী with 0 Comments rape প্রতিবেশী ডেস্ক নিউজ ইভেন্ট ২৪ ডটকম রাস্তার পাশে মাইক্রোবাস থামিয়ে তার মধ্যে এক নারীকে নির্যাতন করছে দুর্বৃত্তরা। এ সময় ওই গাড়ির পাশ দিয়ে যাওয়া অনেকেই নির্যাতিতার চিৎকার শুনলেও এগিয়ে আসেননি। বরং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। সম্প্রতি এ ধরনের একটি ঘটনার ভিডিও ইউটিউবে ছাড়া হয়েছে। তবে ঘটনাটি সত্যিকারের নয়। ভারতের একটি রাস্তায় মাইক্রোবাসে নির্যাতিতার অডিও টেপ বাজিয়ে জনতার মাঝে পরীক্ষা চালায় একটি গ্রুপ। গত সপ্তাহে পোস্ট করা ভিডিওটি ইতোমধ্যে ১২ লাখ বার দেখা হয়েছে। ভিডিওটিতে দেখা গেছে, রাতে রাস্তার পাশে থেমে থাকা একটি মাইক্রো থেকে নির্যাতিতার চিৎকার ভেসে আসছে। অনেকেই মাইক্রোটির পাশ দিয়ে যাওয়ার সময় চিৎকার শুনলেও বিষয়টিকে এড়িয়ে যান। তবে কিছু লোক ঠিকই নির্যাতিতাকে সহায়তা করতে এগিয়ে আসেন। এর মধ্যে এক বৃদ্ধও রয়েছেন। এমনকি কেউ কেউ পুলিশেও খবর দেন। সম্প্রতি ভারতে উদ্বেগজনকভাবে নারীর প্রতি সহিংসতার হার বেড়েছে। এ বিষয়ে জনগণের মনোভাব বোঝা ও সচেতনতা সৃষ্টি করতে নাম প্রকাশ না করা ওই গ্রুপটি এ ভিডিও পোস্ট করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন