ধামরাইয়ে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ
ধামরাই (ঢাকা)উপজেলা সংবাদদাতা : ঢাকা জেলার ধামরাই পৌরসভার তালতলা এলাকায় তিনজন বখাটের বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে স্বামীর অনুপস্থিতিতে তার নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্তরা হলেন- পৌরসভার ছয়বাড়িয়া গ্রামের মুনছুর আলীর ছেলে আতিক হোসেন ও নুরু মিয়ার ছেলে সুজনসহ অজ্ঞাত পরিচয় একজন।ধর্ষিতা পৌরসভার তালতলা মহল্লার লালমিয়ার বাড়িতে দীর্ঘদিন ধরে স্বামীকে নিয়ে ভাড়া থাকেন। ধর্ষিতা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে স্বামীর অনুপস্থিতিতে তার ঘরে জোরপূর্বক প্রবেশ করে পালাক্রমে ধর্ষণ করে ওই তিন যুবক। এঘটনা কাউকে জানানো হলে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ করেন ধর্ষিতা।আজ শনিবার সকালে ওই গৃহবধূ পৌর যুবলীগের সভাপতি ছয়বাড়িয়া গ্রামের আমিনুর রহমান ও স্থানীয় কাউন্সিলর আবু সাইদের কাছে ঘটনাটি খুলে বলেন এবং বিচার দাবি করেন। এ ঘটনায় আমিনুর রহমান ওই তিন ধর্ষণকারীকে ডেকে ঘটনার সত্যতা পেয়ে তাদের আটক করে থানার ডিউটি অফিসার এস আই আবু তাহেরকে ফোন করে ঘটনাস্থলে যেতে বলেন।ধামরাই থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার বলেন, “আমি এই মাত্র ঘটনাস্থলে থানার সেকেন্ড অফিসার এস আই হাফিজুর রহমান ও এস আই আবুল বাসারকে পাঠিয়েছি।” বিষয়টি সত্য হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
« পূর্ববর্তী সংবাদ পর
- See more at: http://www.dailyinqilab.com/2014/06/28/188839.php#sthash.coTenLpR.ljUhN5js.dpuf
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন