বুধবার, ১১ জুন, ২০১৪


গ্যালারি পরকীয়ার টানে দুই সন্তানের জননী কুমিল্লা থেকে নারায়ণগঞ্জে June 11, 2014 by নিউজ ইভেন্ট ২৪ ডটকম/এআই in জীবনধারা with 0 Comments porokia নিউজ ইভেন্ট ২৪ ডটকম নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ জেলার চাষাঢ়া এলাকায় কার স্ত্রীর প্রেমিককে সিআইডি পুলিশ পরিচয় দিয়ে উঠিয়ে নেয়ার সময় ছয়জনকে ধরে গনপিটুনি দিয়েছে এলাকাবাসী। পরে তাদেরকে পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, পরকীয়ার জেরে পালিয়ে আসা স্ত্রীকে উদ্ধার করতে এসে জনতার হাতে আটক হয় রমিজ উদ্দিন। সৌদি আরব প্রবাসি রমিজের বাড়ি কুমিল্লায়। তার স্ত্রীর নাম রেহানা বেগম। দুই সন্তানের জননী রেহানা বেগম দুই দিন আগে পরকিয়ার টানে নোয়াখালীর কবির হোসেনের সঙ্গে ঘর ছেড়ে পালিয়ে নারায়ণগঞ্জে চলে আসেন। খবর পেয়ে রমিজ উদ্দিন ও তার শ্যালক মেহেদীসহ ছয়জন আজ নারায়ণগঞ্জে আসেন। ফোন করেন কবির হোসেনকে। কবির চাষাঢ়া শহীদ মিনারে এলে রমিজ ও মেহেদীসহ সবাই সিআইডি পুলিশ পরিচয় দিয়ে তাকে মাইক্রোবাসে তোলার জন্য টানাহ্যাঁচড়া শুরু করলে স্থানীয় লোকজন তাদের ধরে গনপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করেন। নিউজ ইভেন্ট ২৪ ডটকম/১১ জুন, ২০১৪/১৭.৫৪/আরিফুল ইসলাম আরো খবর: স্ত্রীর সাথে অন্তরঙ্গ মুহূর্তে দেখে বন্ধুকে খুন মানুষ শয়তানের ভূমিকায় অবতীর্ণ হলে আল্লাহ তার নজীর দেখান : মান্না ৭ খুন: নূরের অন্যতম সহযোগী হাসু গ্রেফতার পঞ্চম স্ত্রীকে নিয়ে নূর হোসেন এখন ভারতের শিমলায়! নারায়ণগঞ্জে নূর হোসেনের বিরুদ্ধে আরেক মামলা - See more at: http://www.newsevent24.com/2014/06/11/gallery/lifestyle/137095#sthash.ExM64fi2.dpuf

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন