রবিবার, ২২ জুন, ২০১৪


জুন ২৩, ২০১৪ at ১০:২৫ পূর্বাহ্ণ রাজধানীতে যুবতির গলাকাটা লাশ উদ্ধার lash1 বাংলাদেশ প্রতিবেদক: রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবতীর (২০) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোর রাতে ১০ নম্বরের সি ব্লকের রাব্বানী হোটেল সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। মিরপুর মডেল থানার এসআই আরিফুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ। তিনি আরো জানান, কে বা কারা গলা কেটে ওই এলাকায় লাশ ফেলে যায়। উদ্ধারের সময় তার পরনে ছিল বেগুনি সেলোয়ার ও সাদা রংয়ের কামিজ। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মুআনি/প্রবাস নিউজ Like this: Like Loading... Related আপডেট হয়েছে বাংলাদেশ সময়: জুন ২৩, ২০১৪ at ১০:২৫ পূর্বাহ্ণ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন