মঙ্গলবার, ১৭ জুন, ২০১৪


সন্ত্রাসীদের মোকাবেলায় ইরাকীদের ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে দেশটির ধর্মীয় নেতাদের ভূমিকা সোমবার, 16 জুন 2014 11:42 সন্ত্রাসীদের মোকাবেলায় ইরাকীদের ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে দেশটির ধর্মীয় নেতাদের ভূমিকা ১৬ জুন (রেডিও তেহরান): মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইরাকের শিয়া ধর্মীয় নেতারা সেদেশসহ মধ্যপ্রাচ্যে বিরাজমান সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণের জন্য বিরাট ভূমিকা রেখেছেন। বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক দৈনিক কুদসে প্রকাশিত তার এক লেখায় বলেছেন, ইরাকের শিয়া ধর্মীয় নেতারা আইএসআইএল, বাথিষ্ট ও অন্যান্য সন্ত্রাসীদের মোকাবেলা করার জন্য জনগণকে যেভাবে সংঘবদ্ধ করেছেন তা বর্তমান সংকট থেকে ইরাককে বের করে আনতে সহযোগিতা করবে। বিশিষ্ট এই রাজনৈতিক বিশ্লেষক আরো বলেছেন, কাতার ও সৌদি আরব এবং এর সঙ্গে তুরস্ক সরকারও উগ্র তাকফিরি গোষ্ঠীকে ইরাক সরকারের বিরুদ্ধে উস্কানি দেয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছে। তিনি বলেন, ইরাকের শিয়া ধর্মীয় নেতারা সবসময়ই শিয়া ও সুন্নি মুসলমানদের মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠা এবং তাকফিরি সন্ত্রাসীদের মোকাবেলার জন্য ইরাকিদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার ওপর জোর দিয়ে আসছেন।# রেডিও তেহরান/আরএইচ/১৬ এ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন