মঙ্গলবার, ১৭ জুন, ২০১৪


ইসলাম গ্রহণ করলেন ভারতীয় অভিনেত্রী মনিকা (ভিডিওসহ) সিটিজিনিউজ ডট কম | প্রকাশিত হয়েছে : জুন ১, ২০১৪ | ১:২২ অপরাহ্ণ Share via email Share monikaঅনলাইন ডেস্ক :: দক্ষিণ ভারতের অভিনেত্রী মনিকা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। গত ৩০ মে শুক্রবার তিনি ইসলাম গ্রহণ করেন। মুসলিম হওয়ার পর তিনি নিজের নাম রেখেছেন এমজি রহিমা। ২৬ বছর বয়সী এ অভিনেত্রী শুক্রবার এক প্রেস কনফারেন্সে বলেন, “আমি টাকা বা প্রেমের জন্য ইসলাম ধর্ম গ্রহণ করিনি। ইসলামের নিয়মকানুন ও রীতিনীতি পছন্দ হওয়ায় এ ধর্ম গ্রহণ করেছি।” তিনি বলেন, আমি ইতোমধ্যে বিভিন্ন ভাষার চলচ্চিত্রে হাফ সেঞ্চুরি করেছি। আমার জীবনে পাওয়ার আর কিছু নেই। আমি ইসলাম গ্রহণ করতে পেরে গর্বিত। কার মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণে অনুপ্রাণিত হন তা অবশ্য তিনি জানাননি। তবে আর চলচ্চিত্রে অভিনয় করবেন না বলে জানিয়েছেন। প্রসঙ্গত, তামিল চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেন এ অভিনেত্রী। এ পর্যন্ত ৭০টিরও বেশি ছবিতে কাজ করেছেন। তেলেগু, মালায়লাম ও কান্নাডা ছবিতে তিনি খুবই পরিচিত মুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন