বিশ্বকাপ বিতর্কে পুনম পান্ডে
আপডেট হয়েছে বাংলাদেশ সময়: June 15, 2014 তে 1:07 pm
punom pande ব্রাজিল বিশ্বকাপ ফুটবলের পর্দা ওঠার সঙ্গে সঙ্গেই নড়েচড়ে বসেছেন বলিউডের বিতর্কিত নায়িকা পুনম পান্ডে। সম্প্রতি নিজের টুইটার অ্যাকাউন্টে বিশ্বকাপ উপলক্ষে একটি ছবি প্রকাশ করেছেন। আর তা থেকেই নতুন বিতর্কের শুরু হয়েছে।
টুইটারে প্রকাশিত ছবিটিতে দেখা যায়, পুনম পান্ডে বিকিনি পরিহিত অবস্থায় পোজ দিয়েছেন। ছবিটির ওপরে লেখা ছিলো, ‘ফুটবল ফিফা ওয়ার্ল্ড কাপ ২০১৪-ডোন্ট মিস দ্য ফুটবল ফ্রম টু ডে’।
বিশ্বকাপ উপলক্ষে প্রকাশিত এই ছবিটি নিয়ে এরই মধ্যে বলিউডে তোলপাড় শুরু হয়েছে। পুনমের ভক্তদের অনেকেই আশা করছেন এবারের বিশ্বকাপে পুনম পান্ডের পছন্দের দল শিরোপা জিতলে তিনি নগ্নও হতে পারেন।
কারণ ২০১১ সালে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের শিরোপা ভারতের ঘরে আসলে নগ্ন হবেন বলে ঘোষণা দিয়েছিলেন। কিন্তু ভারত শিরোপা জিতলেও, কথা রাখেননি পুনম।
উল্লেখ্য, ‘ব্রাজিল বিশ্বকাপ ফুটবল২০১৪’ এ পুনম পান্ডের প্রিয়দল ব্রাজিল। ইতিমধ্যে টুইটারে ব্রাজিলের জার্সি গায়ে একটি ছবিও প্রকাশ করেছেন বিতর্কিত এই নায়িকা।
Comments are closed.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন