বৃহস্পতিবার, ১৯ জুন, ২০১৪


বিকিনিতে সমস্যা দেখি না : মডেল ইতিশা 19 Jun, 2014 মডেল ও অভিনেত্রী ইতিশা সম্প্রতি অংশ নিয়েছিলেন ‘মিস এশিয়া প্যাসিফিক ওয়ার্ল্ড ট্যালেন্ট-২০১৪’র আসরে। দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এবারের আসরে ৫০টি দেশের প্রতিযোগিদের সঙ্গে লড়েছেন তিনি। গ্লিটজের সঙ্গে ভাগাভাগি করে নিলেন সে আসরের অভিজ্ঞতা। সেই সঙ্গে জানালেন ভবিষ্যত পরিকল্পনার কথা। “গ্রুমিং সেশন থেকে শুরু করে মেক-আপ, ক্যাটওয়াকসহ অনেক বিষয়ে প্রতিযোগীদের প্রস্তুতির দরকার। সে প্রস্তুতি নিতে তাদের কেউ সাহায্য করছেন না। বিশ্বব্যাপী যেসব সুন্দরী প্রতিযোগিতা হচ্ছে সেখানে বাংলাদেশের মডেলদের সুযোগ থাকলেও পৃষ্ঠপোষকতার অভাবে অনেকে সেখানে অংশ নিতে পারে না। অন্য দেশের প্রতিযোগীদের একাধিক পৃষ্ঠপোষক থাকে। অথচ আমাদের সম্পূর্ন ব্যক্তিগত খরচে যেতে হয়। ভাবতে ভীষণ কষ্ট লাগে।” সম্প্রতি এমনই একটি আন্তর্জাতিক প্রতিযোগিতাতে বাংলাদেশী মডেল জান্নাতুল ফেরদৌস পিয়ার উপস্থিতি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। বিষয়টি নিয়ে ইতিশা বলেন,“মডেলিংয়ের জন্য ফিগার সবচেয়ে গুরুত্বপূর্ণ। তা বুঝতেই মূলত বিকিনি রাউন্ডের আয়োজন করা হয়। আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলোতে বিকিনি রাউন্ড তো থাকবেই।” “প্রতিযোগিতার সব নিয়ম মেনেই আমরা সেখানে অংশ নিই। আমি বিকিনিতে কোনো সমস্যা দেখি না। আর সাধারণ পোশাকের মতোই এটি। এ নিয়ে বাইরের দেশগুলোতেতো এত মাতামাতি হয় না। আমাদের দেশেই যত সমস্যা।” চলতি বছর ইতিশা তাইওয়ানের ‘ফেইস অব বিউটি’ এবং আফ্রিকার ‘মিস হেরিটেজ’ নামে দুটি আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেবেন। তবে মডেলিং ছেড়ে পুরোদস্তুর অভিনেত্রী হওয়ার কথাই ভাবছেন তিনি। অভিনয় করছেন শাহীন সুমনের ‘জিরো থেকে হিরো’ সিনেমায়। তার বিপরীতে আছেন নবাগত নায়ক জেফ। এ সিনেমাতে প্রধান খল চরিত্রে অভিনয় করছেন তার বাবা নানা শাহ। প্রথম সিনেমাতে বাবার সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতার কথা বললেন ইতিশা। “বাবা যখন অভিনয় করেন তখন তিনি একদম প্রফেশনাল। ব্যক্তিগত সম্পর্কের কথা ভুলে যান। সেটে প্রথমে তার ব্যবহারে অবাক হয়েছি। পরে বুঝতে পেরেছি, বাবা অভিনয় নিয়ে কতটা সিরিয়াস।” বাবার সঙ্গে আরও একটি সিনেমাতে অভিনয় করছেন। অ্যাকশন ধাঁচের সিনেমাটির নাম ‘ধ্বংস মানব’। মিজানুর রহমানের শামীমের পরিচালনায় তার বিপরীতে অভিনয় করছেন সায়মন। আরও জানালেন শাকিব খান আর শুভকে নায়ক হিসেবে পেতে চান। “শাকিব খানের সিনেমা দেখে বড় হয়েছি। আমি তার অভিনয়ের বড় ভক্ত। কত স্বপ্ন দেখেছি, তার সঙ্গে অভিনয় করব। এ মুহূর্তে শুভ দারুণ কাজ করছে। তার সঙ্গে অনস্ক্রিন কেমিস্ট্রিটা দারুণ জমবে।” সিনেমা, মডেলিংয়ের পাশাপাশি ইতিশা নাটকেও অভিনয় করেছেন। তার প্রথম নাটক ‘দিকহারা’। বাংলাদেশের চ্যানেল আই ও পশ্চিমবঙ্গের রূপসী বাংলা চ্যানেলের যৌথ প্রযোজনার এ নাটকে ইতিশা প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। এছাড়াও জোহরা আবির খানের ‘রাজকন্যা’ এবং আজিজুল হাকিমের ‘নিজ গৃহে পরবাসী’ ধারাবাহিক দুটিতে অভিনয় করেছেন তিনি। উৎসঃ বিডিনিউজ২৪

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন