দুই ধর্ষিতার ঝুলন্ত লাশ, বাড়ছে ক্ষোভ
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2014-05-30 17:20:15.0 BdST Updated: 2014-05-31 01:14:38.0 BdST
দুই ধর্ষিতার ঝুলন্ত লাশ, বাড়ছে ক্ষোভ
ভারতের উত্তর প্রদেশে বাদাউনের কার্তা গ্রামে ধর্ষণ শেষে গাছে দুই বোনের ঝুলন্ত লাশ নিয়ে দেশজুড়ে ক্ষোভ বাড়ছে। অভিযোগ উঠেছে পুলিশের নিস্ক্রিয়তা নিয়ে।
Print Friendly and PDF
0
1
2919
বিক্ষোভের মুখে দুই পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছে রাজ্য সরকার। ভারতের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং উত্তর প্রদেশ সরকারের কাছ থেকে ঘটনাটির ওপর একটি প্রতিবেদন চেয়ে পাঠিয়েছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৪ দিনের সরকারের জন্য এ ঘটনাকে প্রথম একটি চ্যালেঞ্জ হিসাবেই দেখা হচ্ছে।
এনডিটিভি জানায়, মঙ্গলবার রাতে অপহৃত হয়েছিল দুই জ্ঞাতি বোন। বুধবার সকালে তাদের গাছে ঝোলানো মৃতদেহ পাওয়া যায়। পরিবারের সদস্যদের অভিযোগ, অপহরণের অভিযোগ দেয়া হলেও পুলিশ তাদের সহায়তা করেনি। পুলিশ সক্রিয় হলে তাদের বাঁচানো যেত।
১৪ ও ১৫ বছর বয়সী দুই বোনকে উপর্যুপরি ধর্ষণের পর তাদের গাছে ঝুলিয়ে হত্যা করে পাষণ্ডরা। ঘটনাটি ঘটে এ সপ্তাহের শুরুর দিকে।
অমানবিক এ ঘটনা নিয়ে দিল্লিতেও ছাত্রছাত্রীরা বিক্ষোভ করেছে। ভারতের প্রধান প্রধান টিভি চ্যানেলগুলোসহ ‘টাইমস নাউ’ এবং ‘সিএনএন-আইবিএনও’ ঘটনাটি ফলাও করে প্রচার করেছে।
বাড়তে থাকা ক্ষোভের মুখে উত্তর প্রদেশের আঁখিলেশ যাদব-নেতৃত্বাধীন সরকার নিষ্ক্রিয়তার অভিযোগে দুই পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছে। তাদের বিরুদ্ধে অপরাধ মামলা করা হয়েছে।
ঘটনায় জড়িত থাকার সন্দেহে এক পুলিশসহ তিনজন আটকও হয়েছে।অপরাধীদের বিচারের জন্য দ্রুত বিচার আদালত গঠনের প্রতিশ্রুতি দিয়েছে সরকার।ঘটনায় দুই কনস্টেবলও জড়িত বলে জানা গেছে।তাদেরকে সাসপেন্ড করে হয়েছে।
ক্ষুব্ধ গ্রামবাসী স্থানীয় থানা ঘেরাও করার পর অভিযুক্তদের বিরুদ্ধে এজাহার নেয় পুলিশ। ধর্ষিতা এক কিশোরীর বাবার অভিযোগ, পুলিশ তার নিম্নবর্ণের দলিত শ্রেনীর পরিচয় পেয়ে অভিযোগ কানে তোলেনি।
পুলিশের বিরুদ্ধে জাত বৈষম্য নিয়ে ওঠা এ অভিযোগও খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা। ঘটনায় জড়িত অন্য আরো দুই অপরাধীর খোঁজ চলছে বলে শুক্রবার জানিয়েছে কর্তৃপক্ষ।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী আঁখিলেশ যাদব বলেছেন, দোষী যেই হোক তাকে শাস্তি পেতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন