সোমবার, ১৬ জুন, ২০১৪


প্রেমিকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রীতির অনলাইন ডেস্ক | প্রকাশ : ১৪ জুন, ২০১৪ ১০:৪৬:১৬ অভিযোগ, দর্শকদের সামনেই প্রীতির হাত ধরে টেনে অশ্লীল ভাষায় কথা বলতে থাকেন নেস। অনলাইন ডেস্ক সাবেক প্রেমিকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা।প্রেমিকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রীতির ফাইল ছবি। ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ বাংলা অনলাইন শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে, সাবেক প্রেমিক নেস ওয়াদিয়ার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনলেন প্রীতি। শিল্পপতি ওয়াদিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেছেন তিনি। আইপিএলের দল কিংস ইলেভেন পাঞ্জাবের যুগ্ম মালিক প্রীতি জিনতাএবং নেস ওয়াদিয়া। প্রতিবেদনে বলা হয়েছে, শুধু শ্লীলতাহানিই নয়, সাবেক প্রেমিকের বিরুদ্ধে হুমকি এবং খারাপ ব্যবহারেরও অভিযোগ করেছেন বলিউডের অভিনেত্রী। প্রীতির অভিযোগ, গত ৩০মে ওয়াংখেড়ে স্টেডিয়ামে কিংস ইলেভেন পাঞ্জাব এবং চেন্নাই সুপার কিংসের ম্যাচের সময় গাড়ওয়ারে প্যাভেলিয়নে উঠে আসেন নেস ওয়াদিয়া। দর্শকদের সামনেই প্রীতির হাত ধরে টেনে অশ্লীল ভাষায় কথা বলতে থাকেন নেস। প্রতিবেদনে বলা হয়েছে, প্রীতির অভিযোগের ভিত্তিতে নেস ওয়াদিয়ার বিরুদ্ধে ফৌজদারি দণ্ডবিধির তিনশো চুয়ান্ন, পাঁচশো চার এবং পাঁচশো ছয় ধারায় মহিলার ওপর হামলা, ইচ্ছাকৃত খারাপ ব্যবহারের অভিযোগে মামলা রুজু করেছে মুম্বাই পুলিশ। এ সংক্রান্ত আরো খবর নগ্নতার পক্ষে সাফাই শেলিনের দাদু হলেন আমির খান ঋতুপর্ণা-শিল্পার ২ ইচ্ছা মরণোত্তর চক্ষুদান করবেন শিল্পা শেঠি মন্তব্য

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন