রবিবার, ২২ জুন, ২০১৪


জুন ২২, ২০১৪ at ৮:৫৫ অপরাহ্ণ আত্রাইয়ে এক শিশু কন্যা ধর্ষনের অভিযোগে একজনকে আটক প্রবাস নিউজ ২৪ ডটকম dorsonপ্রবাস নিউজ নওগাঁঃ নওগাঁর আত্রাইয়ে ১২বছরের এক শিশু কন্যা ধর্ষনের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। অভিযোগ সুত্রে জানা যায়, রাজশাহীর বাগমারা উপজেলা রনসিবাড়ী গ্রামের মরু হামিদের ছেলে পিন্টু (২৭), আত্রাই উপজেলার বামনীগ্রামের আব্দুর রহিমের শিশু কন্যা (১২) কে তার নিজ বাড়ীতে গত (১১জুন) বুধবার রাতে জোর পূর্বক ধর্ষণ করে। পরে মেয়ের বাবা বাদী হয়ে আত্রাই থানায় একটি মামলা দায়ের করেন। গত সোমবার বাগমারা থানা পুলিশের সহযোগীতায় ধর্ষক পিন্টুকে মঙ্গল বার রাতে নিজ বাড়ী থেকে আত্রাই থানার এস আই হাদিকুর সঙ্গীয় ফোর্সসহ আটক করে। গতকাল বুধবার পিন্টুকে নওগাঁ জেল হাজতে প্রেরন করা হয়েছে। এব্যাপারে আত্রাই থানার ভার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খান বলেন, আসামী আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। মেয়েকে ডাক্তারী পরীক্ষার জন্য নওগাঁ সির্ভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে। আতিক/প্রবাস নিউজ Related আপডেট হয়েছে বাংলাদেশ সময়: জুন ২২, ২০১৪ at ৮:৫৫ অপরাহ্ণ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন