ভারতে রক্ষক হয়ে পুলিশই ধর্ষণ করলো এক নারীকে
ইনকিলাব ডেস্ক : ভারতের উত্তর প্রদেশে এবার খোদ পুলিশের হাতে যৌন নির্যাতনের শিকার হয়েছেন ৩৫ বছরের এক নারী। গত সোমবার রাতে সুমেরপুর থানায় ওই নারীকে ধর্ষণ করে এক পুলিশ। বাকি তিন পুলিশ ওই নারীকে উদ্ধারের কোনো চেষ্টাই করেনি বরং তামাশা দেখছিল। বৃহস্পতিবার এ খবর জানিয়েছে এনডিটিভি। আটক স্বামীকে ছাড়িয়ে নিতে সোমবার রাতে সুমেরপুর থানায় যান ওই নারী। কয়েক দিন আগে অস্ত্র মামলায় তার স্বামীকে আটক করেছিল সুমেরপুর থানার পুলিশ। আটক স্বামীকে মুক্তি দেয়ার বিনিময়ে ঘুষ দাবি করে পুলিশ। ওই নারী ঘুষ দিতে অস্বীকার করলে রাহুল পান্ডে নামের এক পুলিশ তাকে উপর্যুপরি ধর্ষণ করে। থানার কর্তব্যরত বাকি তিন কনস্টেবল ঘটনাটি প্রত্যক্ষ করলেও অপরাধীকে বাধা দেয়ার বিন্দুমাত্র চেষ্টা করেনি বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় রাহুল পান্ডেকে গ্রেফতার এবং বাকি তিনজনকে বরখাস্ত করা হয়েছে। সম্প্রতি একাধিক ধর্ষণ ও খুনসহ আইন পরিস্থিতির ব্যাপক অবনতি হওয়ায় চাপের মুখে পড়েছে উত্তর প্রদেশের রাজ্য সরকার। ওয়েবসাইট।
- See more at: http://www.dailyinqilab.com/2014/06/13/185535.php#sthash.M7bPmdxm.dpuf
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন