মালিকিকে আর ক্ষমতায় দেখতে চায় না যুক্তরাষ্ট্র
19 Jun, 2014
ইরাকের শিয়া প্রধানমন্ত্রী নুরি আল মালিকিকে আর ক্ষমতায় দেখতে চাইছেন না মার্কিন নেতারা। ইরাকের বর্তমান সঙ্কটের জন্য মালিকিকে দায়ি করে প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে তার পদত্যাগের দাবি করেন কংগ্রেস সদস্যরা। বুধবারের বৈঠকে তারা প্রেসিডেন্ট বারাক ওবামাকে এ নিয়ে চাপ প্রয়োগ করেন।
প্রধানমন্ত্রী মালিকির পদত্যাগের বিষয়ে খোলাখুলি কিছু না বললেও তার প্রতি স্পষ্টতই হতাশ ওবামা প্রশাসন।
প্রেসিডেন্ট ওবামা বুধবার ইরাকে সামরিক অভিযানের বিষয় নিয়ে আলোচনার জন্য কংগ্রেসের উর্ধ্বতন নেতাদের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন। বৈঠকে কংগ্রেস নেতারা প্রধানমন্ত্রী মালিকির ব্যর্থ নেতৃত্বের কড়া সমালোচনা করেন এবং তার পদত্যাগের দাবি জানান। রিপাবলিকান দলের সিনেটর জন ম্যাককেইন ইরাকে বিমান হামলার পক্ষে মত দিলেও মালিকির পদত্যাগের জোর দাবি জানান। তিনি ওবামাকে বলেন,‘এটা এখন স্পষ্ট যে মালিকিকে আর ক্ষমতায় রাখা যাবে না।’
এর আগে মার্কিন জেনারেল মার্টিন ডিম্পসে মার্কিন সিনেটকে জানান, ইরাকি প্রধানমন্ত্রী জঙ্গি সংগঠন আইএসআএলের বিদ্রোহীদের মোকাবেলায় যুক্তরাষ্ট্রের কাছে বিমান হামলার অনুরোধ জানিয়েছেন। তবে ওয়াশিংটন তাদের এই আহ্বানে সা্ড়া দেবে কিনা সে বিষয়ে তিনি কিছু বলেননি।অবশ্য যুক্তরাষ্ট্র ইরাকে বিমান হামলার বিষয়ে তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত নেবে না বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন।
কংগ্রেসের বৈঠকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল প্রধানমন্ত্রী মালিকির সমালোচনা করে বলেন, ইরাকে বর্তমান সরকার কখনোই দেশের বিভিন্ন সম্প্রদায় যেমন শিয়া, সুন্নি, কুর্দিদের একত্রিত করার প্রতিশ্রুতি রক্ষা করতে পারিনি। মালিকির পদত্যাগের দাবি জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নেও।
বিস্তারিত আসছে…
উৎসঃ বাংলামেইল২৪ডটকম
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন