মঙ্গলবার, ১৭ জুন, ২০১৪


ইরাকে বিদেশি হস্তক্ষেপ মেনে নেবে না ইরান: বোরুজেরদি ফন্টের আকার ফন্ট সাইজ ছোট ফন্টের আকার বাড়ান প্রিন্ট Add new comment তাকফিরি সন্ত্রাসী আইএসআইএল তাকফিরি সন্ত্রাসী আইএসআইএল ১৭ জুন (রেডিও তেহরান): ইরানের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান আলাউদ্দিন বোরুজেরদি আবারো বলেছেন, ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে কোনো বিদেশি হস্তক্ষেপ মেনে নেবে না ইরান। তিনি বলেন, বিদেশি হস্তক্ষেপ ছাড়াই ইরাকের জনগণ ও সরকার সন্ত্রাসীদের পরাজিত করতে পারবে। ইরানে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত উমিত ইয়ারদিমের সঙ্গে আলোচনার সময় এ সব কথা বলেছেন আলাউদ্দিন বোরুজেরদি। কথিত ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্যা লিভ্যান্ট বা আইএসআইএল সম্প্রতি ইরাকের কয়েকটি শহর দখল করে নিয়েছে এবং নির্বিচারে হত্যাকাণ্ড চালাচ্ছে। এ সম্পর্কে বোরুজেরদি বলেন, তাকফিরি গোষ্ঠী ইরাকে নিশ্চিত পরাজয়ের মুখে পড়বে। ইরাক পরিস্থিতি ওপর ইরান গভীরভাবে নজর রাখছে এবং প্রয়োজনে বাগদাদের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। বৈঠকে তুর্কি রাষ্ট্রদূত বলেন, ইরাকের ভৌগলিক অখণ্ডতার ওপর আংকারা ব্যাপক গুরুত্ব দেয়।# রেডিও তেহরান/সমর/এসআই/১৭ এই ক্যাটাগরিতে আরো: « নতুন আলকায়দা 'আইএসআইএল'-এর উত্থানের ইতিহাস মন্তব্য লিখুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন