শনিবার, ২৮ জুন, ২০১৪


ঢাকার বাইরে মামী ভাগ্নের পরকীয়ার শালিস: গ্রাম প্রধানকে পিটিয়ে হত্যা June 28, 2014 by নিউজ ডেস্ক/মেহা in ঢাকার বাইরে with 0 Comments Nator_District_Map_Bangladesh নিউজ ইভেন্ট ২৪ ডটকম নাটোর নাটোরে মামী ভাগ্নের পরকীয়া প্রেমের শালিসের মধ্যে গ্রাম প্রধান ইয়াছিন আলীকে ( ৫৫) পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে নাটোরের বাগাতিপাড়া উপজেলার কৈচরপাড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, পুলিশ লাশ উদ্ধার করে থানায় এনেছে। নিউজ ইভেন্ট ২৪ ডটকম/ ২৮ জুন ২০১৪/১০.৩৩/মেহেদী হাসান আরো খবর: নাটোরে স্বামীকে খুন করেছে স্ত্রী ঝালকাঠিতে স্ত্রীকে পিটিয়ে হত্যা যশোরে মিল শ্রমিককে কুপিয়ে হত্যা রাঙ্গামাটিতে গ্রামপ্রধানসহ দুই জনকে অপহরণ কুষ্টিয়ায় কৃষককে গলা কেটে হত্যা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন