মঙ্গলবার, ১৭ জুন, ২০১৪


ইরাকে সন্ত্রাসবিরোধী লড়াইয়ে নিরাপত্তা পরিষদের সমর্থন ফন্টের আকার ফন্ট সাইজ ছোট ফন্টের আকার বাড়ান প্রিন্ট Add new comment ভিতালি চুরকিন ভিতালি চুরকিন ১৭ জুন (রেডিও তেহরান): ইরাকে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে সর্বসম্মত সমর্থন দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। নিউ ইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে সাংবাদিকদেরকে এ কথা জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভিতালি চুরকি। নিরাপত্তা পরিষদের চলতি জুন মাসে সভাপতির দায়িত্ব করছেন তিনি। চুরকিন বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সর্বসম্মতভাবে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করতে ইরাক সরকার ও জনগণের প্রতি সমর্থন দিয়েছে। এছাড়া, পরিষদ সমস্ত সন্ত্রাসী ও চরমপন্থি কর্মকাণ্ডের প্রতি তীব্র নিন্দা জানিয়েছে। নিরাপত্তা পরিষদের প্রধান বলেন, ইরাকে সন্ত্রাসী ইস্যুটি চরম আকার ধারণ করেছে এবং সেখানে আন্তর্জাতিক সমাজের পক্ষ থেকে ঐক্যবদ্ধ ব্যবস্থা নেয়া প্রয়োজন। কথিত ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্যা লিভ্যান্ট বা আইএসআইএল কোনো দেশের সীমানা মানে না বরং তারা বিভিন্ন সরকারের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে বলেও মন্তব্য করেন চুরকিন।# রেডিও তেহরান/এসআই/১৭

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন