বৃহস্পতিবার, ১৯ জুন, ২০১৪


যুক্তরাষ্ট্রকে বিমান হামলা চালানোর অনুরোধ ইরাকের 19 Jun, 2014 ইরাকের কয়েকটি গুরুত্বপূর্ণ শহর দখল করে নেয়া সুন্নী যোদ্ধাদের ওপর বিমান হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে ইরাক। ‘আমরা ইরাক সরকারের কাছে থেকে বিমান শক্তি ব্যবহারের অনুরোধ পেয়েছি’, বলেছেন, যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল মার্টিন ডেম্পসে। ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে দেশটির সবচেয়ে বড় তেল শোধনাগার সুন্নী যোদ্ধাদের নিয়ন্ত্রণে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের কাছে এ সহায়তা চাইল শিয়া নেতৃত্বাধীন নুরি আল-মালিকি সরকার। ইরাকে আল-কয়েদা সংশ্লিষ্ট সুন্নি বিদ্রোহীদের উত্থানের ঘটনায় আগেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিল যুক্তরাষ্ট্র। বুধবার ইরাক পরিস্থিতি নিয়ে সিনিয়র কংগ্রেস সদস্যদের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে প্রেসিডেন্ট বারাক ওবামার। জেনারেল ডেম্পসে সিনেট প্যানেলে বলেছেন, যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থেই আইএসআইএলকে যেখানে পাওয়া যাবে সেখানেই তাদেরকে মোকাবেলা করা জরুরি। ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল রাজ্যের দখলের পর রাজধানী বাগদাদের দিকে অগ্রসরমান সুন্নী যোদ্ধাদের বিরুদ্ধে মালিকি ইরাকিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানোর পরই অসংখ্য ইরাকিকে অস্ত্র হাতে নিয়মিত সেনাবাহিনীর সঙ্গে মহড়া দিতে দেখা গেছে; যারা শিয়া মতাবলম্বী। উৎসঃ বিবিসি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন