মঙ্গলবার, ১৭ জুন, ২০১৪


জঙ্গিদের অর্থ যোগান দিচ্ছে সৌদি আরব: ইরাকি মন্ত্রিসভা মঙ্গলবার, 17 জুন 2014 18:15 ইরাকের মন্ত্রিসভা (ফাইল ফটো) ইরাকের মন্ত্রিসভা (ফাইল ফটো) ১৭ জুন (রেডিও তেহরান): ইরাকে তৎপর জঙ্গিদের অর্থ যোগান দেয়ার জন্য সৌদি আরবকে অভিযুক্ত করেছে বাগদাদ সরকার। ইরাকের মন্ত্রিসভা বলেছে, দেশের ভেতরে সংঘটিত বর্বরতা ও অপরাধে সমর্থন দেয়ার জন্য রিয়াদকে দায়ী থাকতে হবে। প্রধানমন্ত্রী নূরি আল-মালিকির দফতর থেকে আজ (মঙ্গলবার) দেয়া এক বিবৃতিতে ইরাকের মন্ত্রিসভার এ অভিযোগ তুলে ধরা হয়েছে। সৌদি আরবের ভূমিকার কঠোর নিন্দা করে এতে আরো বলা হয়েছে, রিয়াদের মন্তব্য থেকে বোঝা যাচ্ছে- সৌদি আরব সন্ত্রাসীদের মদদ দিচ্ছে। ইরাক সরকারের সম্প্রদায়িক নীতির কারণে দেশটিতে অস্থিতিশীলতা দেখা দিয়েছে বলে সৌদি আরব ও কাতার সম্প্রতি একটি বিবৃতি দিয়েছে। এরই প্রেক্ষাপটে ইরাকের মন্ত্রিসভা সৌদি আরবকে সন্ত্রাসীদের অর্থ ও নৈতিক সমর্থন দেয়ার জন্য অভিযুক্ত করল।# রেডিও তেহরান/সমর/এসআই/১৭

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন