মঙ্গলবার, ১৭ জুন, ২০১৪


আলেপ্পোয় ব্যারেল বোমায় নিহত প্রায় ২ হাজার নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম Published: 2014-05-30 22:56:52.0 BdST Updated: 2014-05-30 23:09:12.0 BdST সিরিয়ার আলেপ্পো শহরে চলতি বছরেই সরকারি বাহিনীর বিমান হামলায় প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছে। Print Friendly and PDF 0 0 3087 মানবাধিকার সংগঠন ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ (এসওএইচআর) এর দেয়া তথ্যানুযায়ী, নিহতদের মধ্যে ২৮৩ জন নারী ও ৫৬৭ জন শিশু রয়েছে। বিবিসি’র খবরে বলা হয়, সিরিয়ার সরকারি বাহিনী বিদ্রোহীদের দমন করার জন্য ওই অঞ্চলে বিমান থেকে এক ধরনের বোমা নিক্ষেপ করছে যাকে গণমাধ্যমে বলা হচ্ছে ‘ব্যারেল বোমা’। প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনাবসানের দাবিতে দেশটিতে তিন বছর ধরে গৃহযুদ্ধ চলছে। আলেপ্পোয় ২০১২ সালে বিদ্রোহীদের একটি হামলার পর অঞ্চলটিতে সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহী পক্ষের তুমুল লড়াই চলছে। অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, আলেপ্পো ও এর আশেপাশের এলাকায় জানুয়ারি থেকে এ পর্যন্ত ১ হাজার ৯৬৩ জন নিহত হয়েছে। প্রেসিডেন্ট বাশার আল আসাদের সেনাবাহিনী বিদ্রোহীদের দমন করতে আকাশ ও স্থল অভিযান চালাচ্ছে। এরপরও দেশটির অনেক এলাকা এখন বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) এর হিসাব মতে, প্রায় তিন বছর ধরে চলা যুদ্ধে দেশটিতে মারা গেছে এক লাখ ৬২ হাজারেরও বেশি মানুষ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন