বৃহস্পতিবার, ১৯ জুন, ২০১৪


ইরাক নিয়ে বিবিসি'র সাম্প্রদায়িকতার প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ বৃহস্পতিবার, 19 জুন 2014 14:01 ইরাক নিয়ে বিবিসি'র সাম্প্রদায়িকতার প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ ১৯ জুন (রেডিও তেহরান): ব্রিটেনের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বা বিবিসি ইরাকে সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেয়ার লক্ষ্য নিয়ে সংবাদ প্রচার করছে বলে একদল ইরাকি বংশোদ্ভূত নাগরিক লন্ডনে এই সংবাদ সংস্থার দপ্তরের সামনে বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ জানিয়েছেন। বিক্ষোভকারীরা বলেছেন, বিবিসি আলকায়দার নতুন সংস্করণ সন্ত্রাসী ওয়াহাবি তাকফিরি গোষ্ঠী আইএসআইএল-কে সুন্নি বিদ্রোহী হিসেবে উল্লেখ করে নিষিদ্ধ এই গ্রুপটিকে বৈধতা দিচ্ছে, অথচ বাস্তবতা হচ্ছে মূলতঃ বিদেশী সন্ত্রাসী তথা ইউরোপ ও আরব বিশ্বের ভাড়াটে যোদ্ধাদের নিয়ে গঠন করা হয়েছে এই জঙ্গি দলটি। তারা বিবিসিকে এই বাস্তবতাটি তুলে ধরতে বলেছেন যে, দক্ষিণ ইরাকের বসরা ও পশ্চিম ইরাকের আল আনবার প্রদেশের হাজার হাজার সুন্নি যোদ্ধারা আইএসআইএল-এর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য স্বেচ্ছাসেবী বাহিনীতে যোগ দিয়েছেন। প্রতিবাদী ইরাকিরা যেসব প্ল্যাকার্ড বহন করছিলেন তাতে লেখা ছিল: 'বিবিসি সত্য খবর তুলে ধর', 'ইরাকিরা সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ', 'আলকায়দার পক্ষে প্রচারণা শুনতে আমি টিভি-লাইসেন্সের ফি দেব না'। প্রতিবাদীদের একজন ইরানের প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন: দুঃখজনকভাবে বিবিসি শিয়া-সুন্নি বিভেদের কল্পকাহিনী প্রচার করছে, আমরা এটা স্পষ্ট করতে চাই যে ইরাকের সব নাগরিকই সিরিয়াসহ নানা দেশ থেকে আসা বিদেশী সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছেন। প্রতিবাদীদের কয়েকজন নেতা বিবিসি'র কাছে লেখা চিঠিতে ইরাকের সহিংসতার ব্যাপারে সত্য ও বাস্তবতা তুলে ধরতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে এই সংস্থার কাছে দাবি জানিয়েছেন। আলী হিল্লি নামের একজন প্রতিবাদী বলেছেন, বিবিসি ইরাকে শিয়া-সুন্নি দ্বন্দ্বের যে কথা বলছে তা ভুল বা মিথ্যা; আমরা আশা করছি বিবিসি বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরতে থেকে এ বিষয়ে নিজেকে সংশোধন করবে। ইরাকে সাম্প্রদায়িক বা মাজহাবি দ্বন্দ্ব চলছে না, বরং সেখানে মুসলিম ও চরমপন্থীদের দ্বন্দ্ব চলছে। # রেডিও তেহরান/এএইচ/১৯

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন