ভারতের আসানসোলে ছেলের বন্ধুদের হাতে ধর্ষিত মা, গ্রেপ্তার ১
কালের কণ্ঠ অনলাইন
শেয়ার - মন্তব্য () - প্রিন্ট
অঅ-অ+
বন্ধুর মাকে গণধর্ষণ। নেশার ঘোরে দুই যুবক এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে আসানসোলে। স্থানীয় কালীপাহাড়ি এলাকার ওই আদিবাসী মহিলা পুলিশের কাছে বুধবার সকালে অভিযোগ দায়ের করেন। এর পর আসানসোল মহিলা থানার পুলিশ অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করে। এদিনই তাকে আসানসোল আদালতে পেশ করে পুলিশ। বিচারক ধৃতকে তিন দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছেন।
পুলিশের কাছে করা অভিযোগে ওই মহিলা জানিয়েছেন, মঙ্গলবার রাতে তাঁদের বাড়িতে আসে ছেলের দুই বন্ধু। তাদের মধ্যে একজনের নাম রাজেশ সাউ। তাঁদের বাড়িতেই মদের আসর বসিয়েছিল ছেলে ও ছেলের বন্ধুরা। তিনিও সেখানে ছিলেন। ৫৮ বছর বয়সী ওই মহিলার অভিযোগ, ছেলের দুই বন্ধুই তাঁকে ধর্ষণ করেছে।
পুলিশের কাছে ওই মহিলা দাবি করেছেন, নেশার ঘোরে থাকায় তিনি প্রতিবাদ করতে পারেননি। বুধবার সকালে শারীরিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর তিনি আসানসোল মহিলা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ এদিনই ওই মহিলার শারীরিক পরীক্ষা করিয়েছে আসানসোল হাসপাতালে। আসানসোল মহিলা থানার ওসি শম্পা ঘোষ জানিয়েছেন, রাজেশ সাউ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য অভিযুক্তর সন্ধানে তল্লাশি চলছে।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আসানসোলে। নির্যাতিতা মহিলার বয়স ৫৮ বছর। তার ওপর ওই দুই যুবকই মহিলার ছেলের বন্ধু। ফলে বন্ধুর মায়ের সঙ্গে কীভাবে, ওই দুজন এই ঘটনা ঘটাল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আসানসোলের কালীপাহাড়ির বাসিন্দারা অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। যদিও ঘটনার আরও একটি দিক নিয়ে প্রশ্ন উঠেছে।
পুলিশের দাবি, ওই মহিলাও মঙ্গলবার রাতে ছেলের বন্ধুদের সঙ্গে মদের আসরে ছিলেন। তিনি কেন সেখানে ছিলেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে। ফলে গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে পুলিশ। আসানসোল-দুর্গাপুর পুলিশের অতিরিক্ত কমিশনার (কেন্দ্রীয়) শৌভনিক মুখোপাধ্যায় জানান, ধৃত একজনকে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। তাকে জেরা করে তল্লাশি করা হচ্ছে দ্বিতীয় অভিযুক্তর।
অন্যদিকে আসানসোলের হিরাপুর থানা এলাকাতেও একটি ধর্ষণের অভিযোগ উঠেছে। সেখানে মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। বুধবার সকালে কিশোরীর পরিবারের তরফে হিরাপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা যায়নি বলে পুলিশ জানিয়েছে।
সূত্র : সংবাদ প্রতিদিন
এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুন