এক দশকে মার্কিন কলেজ-বিশ্ববিদ্যালয়ে যৌন অপরাধ বেড়েছে ৫২ ভাগ
এক দশকে মার্কিন কলেজ-বিশ্ববিদ্যালয়ে যৌন অপরাধ বেড়েছে ৫২ ভাগ
১১ জুন (রেডিও তেহরান): আমেরিকার কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যৌন অপরাধ এক দশকে প্রায় ৫২ শতাংশ বেড়েছে। ২০১১ সালে দেশটির কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এ জাতীয় ৩,৩৩০টি অপরাধ সংগঠিত হলেও এর এক দশক আগে এ সংখ্যা ছিল ২,২০০টি। মার্কিন শিক্ষা বিভাগের জরিপের ভিত্তিতে তৈরি সদ্য প্রকাশিত এক প্রতিবেদনে যৌন অপরাধ সংক্রান্ত এ তথ্য তুলে ধরা হয়েছে। এ জরিপে মার্কিন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অপরাধ ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে গুরুত্ব দেয়া হয়।
অবশ্য প্রতিবেদনে মার্কিন উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যৌন অপরাধ বাড়ার কারণ বিশ্লেষণ করা হয়নি। এ ছাড়া, যৌন অপরাধ ঠেকানোর জন্য কি পদক্ষেপ নেয়া উচিত বা এ জাতীয় অপরাধ থেকে বাঁচার জন্য শিক্ষার্থীদের কি করণীয় সে বিষয়েও কোনো আলোকপাত করা হয় নি।#
রেডিও তেহরান/সমর/১১
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন