সোমবার, ১৬ জুন, ২০১৪


শিক্ষাঙ্গন ‘স্কুলে বোরকা পরে আসা যাবে না’ : শতাধিক ছাত্রীর ফুলহাতা এবং থ্রি কোয়ার্টার হাতা কর্তন June 12, 2014 by নিউজ ডেস্ক/এমএ in শিক্ষাঙ্গন with 0 Comments ঢাকার দক্ষিণখান আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ে বোরকা পরে আসা ছাত্রীদের হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। বোরকা পরে স্কুলে আসা যাবে না বলে প্রধান শিক্ষক তাদের জানিয়ে দিয়েছেন। শিক্ষার্থীরা অভিযোগ করেছে গতকাল বোরকা পরে স্কুলে প্রবেশের সময় তাদের স্কুলের গেটে বাধা দেয়া হয়। বোরকা পরে যারা স্কুলে প্রবেশ করেছে তাদের একত্রে গেটের ভেতরে অপেক্ষা করিয়ে রাখা হয়। ইউনিফর্মের সাথে মিল নেই এমন জুতা পরে যারা এসেছে তাদেরও সেখানে দাঁড় করানো হয়। এরপর প্রধান শিক্ষক এ কে এম ফারুকুজ্জামান সেখানে এসে তাদের জানান আগামীকাল (আজ) থেকে বোরকা পরে স্কুলে আসা যাবে না। ছাত্রীরা তখন জানান, আমরা স্কুলে এসে বোরকা খুলে ফেলব; কিন্তু বোরকা পরে স্কুলে ঢুকতে না দিলে আমরা কোথায় বসে বোরকা পরিবর্তন করব। প্রধান শিক্ষক তখন জানান কোথায় বসে চেঞ্জ করবা সেটা তোমরা জান। স্কুলে বোরকা পরে আসা যাবে না। শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, এর আগে প্রধান শিক্ষকের নির্দেশে শারীরিক শিক্ষক খায়রুননাহার নবম দশম শ্রেণীর শতাধিক ছাত্রীর ফুলহাতা এবং থ্রি কোয়ার্টার হাতা কেটে ফেলেন কাঁচি দিয়ে। অভিযোগ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক ফারুকুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আপনি স্কুলে এসে দেখে যান। এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। তাহলে কি ছাত্রীরা মিথ্যা অভিযোগ করেছে, এ প্রশ্ন করলে প্রধান শিক্ষক জানান, আমি গতকাল (মঙ্গলবার) মৌখিকভাবে সবাইকে বলেছি ইউনিফর্ম ছাড়া কেউ আসতে পারবে না। আপনার স্কুলের মধ্যে ছাত্রীরা বোরকা পরে প্রবেশ করতে পারবে কি পারবে না সেটা বলেন। তখন তিনি বলেন, স্কুলের ভেতরে বোরকা পরে অবশ্যই প্রবশে করতে পারবে; কিন্তু ক্লাসে ঢোকার আগে বোরকা খুলে ফেলতে হবে। আবার যখন স্কুল শেষ হয়ে যাবে তখন বোরকা পরে চলে যেতে পারবে। তিনি বলেন, অনেকে বোরকা পরে আসে; কিন্তু তারা ইউনিফর্ম পরে না। সিভিল ড্রেস পরে। তাই তারা স্কুলে এসে বোরকা খুলতে চায় না। তিনি আরো বলেন, কোনো কোনো অভিভাবক অভিযোগ করেছেন তাদের মেয়ে কাস শেষে বাসায় ফেরে না। তারা সিভিল ড্রেসে এসে অন্যত্র চলে যায়। এ রকম দুয়েকটি ঘটনা ঘটেছে। তিনি বলেন, তাই আমরা ইউনিফর্ম পরে আসা বিষয়ে কড়াকাড়ি আরোপ করেছি। বোরকা পরে এলেও কাসে তা খুলে প্রবেশ করতে হবে। তা না হলে আমরা কি করে বুঝব যে সে ইউনিফর্ম পরেছে কি না। ছাত্রীদের জামার লম্বা হাতা কেটে ফেলার অভিযোগ বিষয়ে প্রধান শিক্ষক বলেন, এটা ছিল একটি দুঃখজনক ঘটনা। আরো খবর: ‘যে দলের নেতারা গ্রেফতারের ভয়ে বোরকা পরে, সে দল দিয়ে আন্দোলন হবে না’ কিশোরীর বগলের চুল ছেঁটে দিল শিক্ষক পাকিস্তানের নারীদের দেওয়া হচ্ছে যৌন শিক্ষা ‘খারাপ ছবি দেখা সুন্নত, লাগলে আইন্যা দিমু’ ছাত্রীদের বললেন শিক্ষক… শিক্ষার্থীদের যৌন ভিডিও তৈরি করত স্কুল কর্তৃপক্ষ! - See more at: http://www.newsevent24.com/2014/06/12/education/137157#sthash.auMKb4xf.dpuf

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন