সোমবার, ১৬ জুন, ২০১৪


‘বিশ্বের ৯৩ ভাগ পরমাণু বোমার মালিক আমেরিকা ও রাশিয়া’ ‘বিশ্বের ৯৩ ভাগ পরমাণু বোমার মালিক আমেরিকা ও রাশিয়া’ ১৬ জুন (রেডিও তেহরান): বিশ্বে পরমাণু বোমা হ্রাসের গতি কমেছে এবং বিশ্বের মোট পরমাণু বোমার ৯৩ শতাংশের বেশি রয়েছে আমেরিকা ও রাশিয়ার হাতে। সুইডেনভিত্তিক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউট বা এসআইপিআরআই আজ (সোমবার) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। এতে বলা হয়েছে, ২০১১ সালে বিশ্বে পরমাণু বোমার সংখ্যা ২০৭০টি কমে ২০,৫৩০এ দাঁড়ালেও ২০১৩ সালে এ মাত্র ৯৩০টি হ্রাস পেয়ে এ বোমার সংখ্যা দাঁড়িয়েছে ১৬,৩০০। চলতি বছরের গোড়ার দিকে আমেরিকার অস্ত্র ভাণ্ডারে ৭৩০০ ও রাশিয়ার ৮০০০টি পরমাণু বোমা ছিল। এই দুই দেশ পরমাণু বোমার সংখ্যা হ্রাস করলেও ব্রিটেন এবং ফ্রান্স তা করে নি। ব্রিটেনের ২২৫ এবং ফ্রান্সের ৩০০টি পরমাণু বোমা রয়েছে বলে এ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এতে আরো বলা হয়েছে, চলতি বছরের গোড়ার দিকে চীনের ২৫০, পাকিস্তানের ১০০ থেকে ১২০ এবং ভারতে ৯০ থেকে ১১০টি বোমা ছিল। এ ছাড়া উত্তর কোরিয়ার কাছে ছয় থেকে আটটি পরমাণু বোমা রয়েছে বলে মনে করছে এসআইপিআরআই।# রেডিও তেহরান/সমর/১৬ এই ক্যাটাগরিতে আরো: « ‘ইউক্রেন ইস্যুতে রাশিয়ার কাছে হেরে যেতে পারে আমেরিকা’ ফ্রি সিরিয়ান আর্মির নয় শীর্ষ কমান্ডারের পদত্যাগ » মন্তব্য লিখুন নাম (অবশ্যই লিখতে হবে)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন