আলোকচিত্রী টিপু কিবরিয়াসহ ৩ জন গ্রেফতার
স্টাফ রিপোর্টার : পথশিশুদের দিয়ে পর্ণোছবি তৈরি করে বাণিজ্য করার অপরাধে শিশু সাহিত্যিক ও আলোকচিত্রী টিপু কিবরিয়া (৩৫) ও তার অপর দুই সহযোগীকে গ্রেফতার করেছে সিআইডি। পর্ণোছবি তৈরিকালে হাতেনাতে গ্রেফতারকৃত বাকি দু’জন হলেন, নুরুল ইসলাম নুরু এবং শাহরুল ইসলাম। আন্তর্জাতিক শিশু পর্ণোগ্রাফির সঙ্গে জড়িত এ প্রতারক চক্রের মূল হোতা শিশু সাহিত্যিক টিপু কিবরিয়া। গত মঙ্গলবার রাতে রাজধানীর মুগদা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার ক্রাইমের একটি দল তাদের গ্রেফতার করে। এসময় এক ভিকটিম শিশু ও শতাধিক পর্ণো সিডি-ভিডিওসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার বিকেলে মালিবাগস্থ সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সিআইডির বিশেষ পুলিশ সুপার (অর্গানাইজড ক্রাইম) আশরাফুল ইসলাম জানান, প্রায় ১৫ দিন আগে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল থেকে জানানো হয়- বাংলাদেশের শিশু ছেলেদের দিয়ে পর্ণোছবি করে বিদেশে বিক্রি করা হচ্ছে। সংস্থাটির অনুরোধে শিশু পণোগ্রাফির অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করে সিআইডির সাইবার ক্রাইমের একটি দল। এরপর মঙ্গলবার অভিযান চালিয়ে নিজস্ব পর্ণো স্টুডিও থেকে টিপু কিবরিয়া ও আপত্তিকর অবস্থায় তার সহযোগী নুরুল আমিনকে গ্রেফতার এবং তের বছরের এক ভিকটিম শিশুকে উদ্ধার করা হয়। স্টুডিও এবং টিপুর খিলগাঁওয়ের তারাবাগের ১৫১/২/৪২ নম্বর বাড়ির বাসা থেকে শতাধিক পর্ণো সিডি, ৭০টি লুব্রিকেটিং জেল, ৪৮ পিস আন্ডার ওয়ার, স্টিল ক্যামেরা, ভিডিও ক্যামেরা, কম্পিউটার হার্ডডিস্ক, সিপিইউ, ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। টিপুর দেয়া তথ্য মতে, তার কমিশনভোগী সহযোগী শাহারুলকে গত বুধবার গোড়ান থেকে গ্রেফতার করা হয়। আশরাফুল ইসলাম আরো জানান, টিপুর প্রকৃত নাম টিআইএম ফকরুজ্জামান। তিনি অপ্রাপ্ত বয়স্ক ছেলেদের নিয়ে ওই স্টুডিওতে পর্ণোছবি তৈরি করেন এবং ইন্টারনেটের মাধ্যমে তা বিক্রি করেন। ইন্টারপোল ২০০৫ সাল থেকে বাংলাদেশের শিশু পর্ণোগ্রাফি বিদেশে পাচার হয় বলে অভিযোগ পায়। তারা দীর্ঘদিন ধরে অভিযোগটির বিষয়ে নজরদারি করছিল। গত বছরে ইন্টারপোল নিশ্চিত হয়, এটি টিপু কিবরিয়া। মুগদায় তার একটি স্টুডিও আছে। সেখানে ছেলে পথশিশুদের পর্ণোগ্রাফি করতেন তিনি। অতি সম্প্রতি ইন্টারপোল বিষয়টি সিআইডিকে জানায়। এর ভিত্তিতে সিআইডি প্রথমে খিলগাঁও থেকে টিপুকে আটক করে। পরে তার স্টুডিওতে গিয়ে পুলিশ নুরুল ইসলাম ও শাহারুলকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে টিপু জানিয়েছেন দীর্ঘদিন ধরে তিনি এ ধরনের পর্ণো সিডি তৈরি ও বিভিন্ন দেশের ইন্টারনেটের বিভিন্ন পে ওয়েবসাইটে বিক্রি করে আসছেন। এছাড়া জার্মানি, যুক্তরাজ্য, সউদি আরব, অস্ট্রেলিয়ায় এগুলো বিক্রি করা হতো। এক জার্মান ও এক সউদি নাগরিকের সঙ্গে তার আর্থিক লেনদেনের প্রমাণ পেয়েছে পুলিশ। ইতোমধ্যে শতাধিক ছেলে শিশুকে দিয়ে পর্ণোছবি তৈরি করেছেন এবং তা বিক্রি করে অঢেল অর্থ রোজগার করেছেন। পর্ণোগ্রাফি বিক্রির টাকা তিনি ওয়েস্টার্ন ইউনিয়ন মানি এক্সচেঞ্জের মাধ্যমে গ্রহণ করতেন। সিআইডি জানিয়েছে, এঘটনায় মুগদা থানায় একটি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের দ্বিতীয় দফায় তিনদিনের রিমান্ডে নেয়া হয়েছে। এর আগে তাদেরকে ১ দিনের রিমান্ডে নেয়া হয়। উদ্ধার হওয়া শিশুটি আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে।
- See more at: http://www.dailyinqilab.com/2014/06/13/185635.php#sthash.ZYHCCmPF.dpuf
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন