ধর্ষণের বিরুদ্ধে আইনজীবীদের নগ্ন প্রতিবাদ!
সিটিজিনিউজ ডট কম | প্রকাশিত হয়েছে : জুন ৫, ২০১৪ | ২:১৮ অপরাহ্ণ
Share via email
Share
reইন্টারন্যাশনাল ডেস্ক :: দেশজুড়ে একের পর এক ধর্ষণ! প্রতিদিনই কেউ না কেউ খবরের পাতার শিরোনাম হচ্ছে ধর্ষিত হয়ে। এবার ধর্ষণের বিরুদ্ধে নগ্ন হয়ে প্রতিবাদ জানাল ভারতের মণিপুর রাজ্যের বেশ কয়েকজন সাহসী নারী। পুরুষ সমাজের বিবেকে করল হাতুড়ির আঘাত।
সেনা জওয়ানের হাতে ধর্ষণ এবং নিগ্রহের প্রতিবাদে নগ্ন মিছিল করে তারা মণিপুরের রাজপথে। নির্ভয়া মৃত্যুর আগে নিজের মধ্যে জ্বলতে থাকা প্রতিবাদের আগুন সঞ্চারিত করেছিলেন আম জনতার মধ্যে। তোলপাড় হয়ে গিয়েছিল সারা দেশ। কিন্তু তাতে পৈশাচিকতায় কোনও ভাঁটা পড়েনি। নির্ভয়ার সেই তুষের আগুন আজ নগ্নতার অন্তরালে প্রতিবাদের ভাষা হয়ে এসেছে রাজপথে।
কথায় বলে রক্ষকই ভক্ষক। কিন্তু সেই রক্ষকের শরীরে যদি পড়ে ধর্ষণের আঁচড়? তখন কোথায় মুখ লুকায় গণতন্ত্র?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন