মঙ্গলবার, ১০ জুন, ২০১৪


গরীব হয়ে বেচে থাকার যন্ত্রনা থেকে মুক্তি নিতে, সুসাইড নোট লিখে যুবকের আত্মহত্যা ! সময় : 9:14 pm । প্রকাশের তারিখ : 09/06/2014
চাঁদপুর প্রতিনিধি, মুন্সী মোহাম্মদ মনির : suicide-noteচাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার অগ্রণী ব্যাংকের আনসার সদস্য গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত আনসার সদস্যের নাম মোঃ মনিরুল ইসলাম (২৭) । সে পটুয়াখালী সদর উপজেলার কালিস্বর্ণা গ্রামের মজিবুর রহমানের ছেলে। ব্যাংক ও হাজীগঞ্জ থানা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১ নভেম্বর আনছার সদস্য হিসেবে হাজীগঞ্জ অগ্রণী ব্যাংক শাখায় যোগদান করে । গত ৭ জুন শনিবার আনুমানিক রাত ৩টায় এ ঘটনা ঘটে । অগ্রণী ব্যাংক ম্যানেজার মোঃ লোকমান হাজরা জানান, রবিবার সকালে ব্যাংকের ঝাড়–দার মঞ্জুমা খাতুন এসে ব্যাংকের গেইট খোলার জন্য ডাকাডাকি করে । এক পর্যায় কোন সাড়াশব্দ না পেয়ে ব্যাংকের কর্মকর্তা বোরহান উদ্দিনকে খবর দেয় । পরে বিষয়টি নিশ্চিত হয়ে বোরহান উদ্দিন আমাকে বিষয়টি জানান । এর পর পরই আমি হাজীগঞ্জ থানাকে অবহিত করি এবং তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বলে তার নিজ হস্তে একটি পত্র লিখে যান । এ ঘটনার পর পরই হাজীগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আঃ রশিদ মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন