বৃহস্পতিবার, ১৯ জুন, ২০১৪


সুরভিনের যৌনতায় হতাশ 'বাবা-মা' 19 Jun, 2014 আপকামিং ছবি 'হেট স্টোরি ২'তে সাংঘাতিক সেক্স সিন করে ইতিমধ্যেই বিতর্ক সৃষ্টি করেছেন সুরভিন চাওলা। ছোটপর্দার অভিনেত্রী এই ছবি দিয়েই বলিউডে পা রেখেছেন। ইতিমধ্যেই ছবির অ্যাডাল্ট ট্রেলারও রিলিজ করেছেন ইউটিউবে। বলিউডের নায়িকার নিজের নাম লিখিয়ে বেশ খুশি সুরভিন। কিন্তু তার বাড়িতে যেন একটি অশান্তির ছোঁয়া। সুরভিনের বাবা মা মেয়ের এই কাণ্ড দেখে বেজায় মর্মাহত। সুত্র অনুযায়ী খবর, সুরভিনের পরিবার যথেষ্ট রক্ষণশীল। তারা মেয়ের নতুন ছবির ট্রেলার দেখে বেজায় আঘাত পেয়েছেন। যদিও সুরভিন একেবারেই উড়িয়ে দিয়েছেন এমন অভিযোগ। তিনি জানিয়েছেন 'আমার বাবা মা আমার সমস্ত সিদ্ধান্তকে সমর্থন করেন। আর আমার জীবনে তারাই একমাত্র যারা আমাকে এই প্রজেক্টে কাজ করার জন্য উৎসাহ দিয়েছেন।' এবার সুরভিনের কথা যদি সত্যি হয় তবে তা বেশ সুখের কথা। অবশ্য না হলেও ছবি হিট হওয়ার পর সুরভিনের বাবা মায়ের মনের ভাব বদল হতেই পারে, কারণ তখন তো তাদের মেয়ে নামজাদা সেলিব্রিটি। উৎসঃ অালোকিত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন