খেলা দেখার জেরে স্ত্রীর হাঁসুয়ার কোপে স্বামীর মৃত্যু
অনলাইন ডেস্ক:
প্রকাশ : ১৮ জুন, ২০১৪ ০৯:৪২:২৬আপডেট : ১৮ জুন, ২০১৪ ১১:২১:২৬
নাটোরের বড়াইগ্রাম উপজেলার উত্তর পাড়ায় রাত জেগে বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে স্ত্রীর কোপে স্বামীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্ত্রীকে আটক করেছে পুলিশ। আজ বুধবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।নিহতের নাম সেলিম হোসেন (২২)। তার বাবার নাম আবুল হোসেন।
জানা গেছে, সকাল ৬টার দিকে সেলিমের বাড়িতে প্রতিবেশিরা চিৎকার শুনতে পায়। এ সময় আশপাশের বাড়ি থেকে লোকজন ছুটে গিয়ে সেলিমকে তার শোবার ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য বড়াইগ্রাম হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
আটকের পর জেসমিন ঘাসকাটার হাঁসুয়া দিয়ে স্বামীর গলায় কোপ দেয়ার কথা স্বীকার করেছেন। তার বক্তব্য, সারারাত ধরে সেলিম টেলিভিশনে বিশ্বকাপ ফুটবল খেলা দেখায় তার ঘুম হয়নি। টেলিভিশন বন্ধ করা নিয়ে তাদের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে হাঁসুয়া দিয়ে স্বামীর গলায় কোপ দেন তিনি।
লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন