মঙ্গলবার, ১৭ জুন, ২০১৪


মার্কিন স্বার্থ রক্ষায় ইরাকে সেনা পাঠালেন বারাক ওবামা মঙ্গলবার, 17 জুন 2014 16:10 মার্কিন স্বার্থ রক্ষায় ইরাকে সেনা পাঠালেন বারাক ওবামা ১৭ জুন (রেডিও তেহরান): ইরাকে মার্কিন স্বার্থ রক্ষায় প্রায় তিনশ’ সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন বারাক ওবামা। রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করবে এসব সেনা। তাদের সঙ্গে থাকছে যুদ্ধ সরঞ্জামও। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দেশটির সংসদ ‘কংগ্রেস’-র নেতাদের কাছে লেখা এক চিঠিতে বলেছেন, ইরাকি নাগরিক ও সম্পদ রক্ষার জন্য এসব সেনা মোতায়েন করা হচ্ছে এবং যতদিন প্রয়োজন হবে ততদিন সেখানে তারা মোতায়েন থাকবে। এরইমধ্যে ১৭০ জন মার্কিন সেনা যুদ্ধ সরঞ্জামসহ ইরাকে প্রবেশ করেছে এবং আরও প্রায় একশ’ জনকে প্রতিবেশী একটি দেশে প্রস্তুত রাখা হয়েছে। একটি সূত্র জানিয়েছে, সেই প্রতিবেশী দেশটি হচ্ছে কুয়েত। আল-কায়েদা সমর্থিত আইএসআইএল গেরিলারা ইরাকের উত্তরাঞ্চলে কয়েকটি গুরুত্বপূর্ণ শহর দখল করে নেয়ার পর সেদেশে মার্কিন সেনা মোতায়েনের খবর প্রকাশিত হলো।# তেহরান রেডিও/এসএ/১৭

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন