মঙ্গলবার, ১৭ জুন, ২০১৪


পাঁচশ’রও বেশি শিশু নিপীড়ণের অভিযোগ জেনিফার ডি প্যারিস, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম Published: 2014-06-03 13:52:56.0 BdST Updated: 2014-06-03 16:14:18.0 BdST প্রয়াত বিবিসি উপস্থাপক জিমি স্যাভাইলের বিরুদ্ধে গত ছয় দশকেরও বেশি সময় ধরে যৌন হয়রানি চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল আগেই। তথ্য হাতে পেয়েও যা প্রচার করেনি বিবিসির অনুষ্ঠান ‘নিউজনাইট’। অবশেষে বিবিসির আরেক অনুসন্ধানী অনুষ্ঠান ‘প্যানোরামা’ এ বিষয়ে সরব হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাজ্যের শিশু হয়রানি প্রতিরোধমূলক দাতব্য সংস্থা এনএসপিসিসি সম্প্রতি 'প্যানোরামা’র হয়ে অনুসন্ধান চালায়। অনুসন্ধানে বেরিয়ে এসেছে পাঁচশ’রও বেশি শিশু নিপীড়ণের শিকার হয়ে থাকতে পারে। এদের মধ্যে বেশিরভাগের বয়স ১৩ থেকে ১৫ বছর। আর সবচেয়ে কম বয়সী নির্যাতিতের বয়স ছিল ২ বছর। ফাঁস হয়ে যাওয়া নানা গোপন নথি থেকে আরও জানা গেছে, ব্রডমুর মানসিক হাসপাতাল সংস্করণে একটি টাস্ক ফোর্সের দায়িত্বে থাকা স্যাভাইলের হাসপাতালটির উপর বেশ প্রভাব ছিল। হাসপাতালের অন্তত ১৬টি শিশু হয়রানির শিকার হয়েছিল বলে উদঘাটন করেছে প্যানোরামা। চলতি বছরের শেষের দিকে যুক্তরাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিবিসির যৌথভাবে এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করার কথা রয়েছে। এনএসপিসিসির দাবি, স্যাভাইলের জীবদ্দশায় তাদের কাছে ৫০টিরও বেশি শিশু হয়রানির অভিযোগ আসে। ২০১৩ সালের জানুয়ারিতে মেট্রোপলিটন পুলিশের এক বিবৃতিতে এই অভিযোগগুলো প্রকাশ করা হয়। প্রথম অভিযোগটি করা হয়েছিল ১৯৪০ সালের মাঝামাঝি সময়ে। আর সবশেষ অভিযোগ পাওয়া গেছে স্যাভাইলের মৃত্যুর পাঁচ বছর আগে, ২০০৭ সালে। জানা যায়, স্যাভাইল কর্তৃক সংঘটিত বেশিরভাগ হয়রানির ঘটনা ঘটেছে মূলত বিবিসি কার্যালয়ের সীমানার মধ্যে। এছাড়াও বিভিন্ন হাসপাতাল এবং নিজ বাড়িতেও হয়রানির শিকার হয়েছেন শিশুরা। এনএসপিসিসির পরিচালক পিটার ওয়াট সম্প্রতি বিবিসি ব্রেকফাস্ট অনুষ্ঠানে উপস্থিত হয়ে জানান, এত অভিযোগের পরও নিজেকে ‘ধরা ছোঁয়ার বাইরে’ ভাবতেন স্যাভাইল। ব্রডমুর হাসপাতালে নিমন্ত্রিত এক কিশোরীও নিপীড়ণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বিবিসিকে জানান, স্যাভাইলের অনুরোধে রোগীদের জন্য গান গাইতে ওখানে গিয়েছিলেন তিনি। তখন তার বয়স ছিল ১৪ বছর। যুক্তরাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয় বর্তমানে আরও ৩৩টি হাসপাতালে অনুসন্ধান চালাচ্ছে, যেগুলোতে স্যাভাইলের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। ব্রিটিশ টিভি ব্যক্তিত্ব জিমি স্যাভাইল ২০১১ সালের ২৯ অক্টোবর মারা যান। তার বয়স হয়েছিল ৮৪ বছর। মৃত্যুর পরই তার বিরুদ্ধে শিশুদের যৌন নির্যাতনের অভিযোগ প্রকাশিত হয়। সম্প্রতি স্যাভাইল বিতর্কের জের ধরে বিবিসির জনপ্রিয় অনুষ্ঠান ‘নিউজনাইট’ ছাড়ার ঘোষণা দিয়েছেন উপস্থাপক জেরেমি প্যাক্সম্যান। বিনোদনের সব খবর Print Friendly and PDF 1 0 479 Comments powered by Disqus WARNING:

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন