ইরাকের মাজারগুলো রক্ষায় সব কিছুই করবে ইরান: রুহানি
বুধবার, 18 জুন 2014 19:29
ইরাকের মাজারগুলো রক্ষায় সব কিছুই করবে ইরান: রুহানি
১৮ জুন (রেডিও তেহরান): ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, ইরাকের মুসলিম জাতি সন্ত্রাসী ও তাদের সমর্থকদের বিতাড়িত করবে এবং ইরান প্রতিবেশী এই দেশের পবিত্র মাজারগুলোকে রক্ষার জন্য সম্ভাব্য সব কিছুই করবে।
তিনি আজ (বুধবার) ইরানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ লোরেস্তানে এক বিশাল জনসমাবেশে বলেছেন, এইসব সন্ত্রাসী গ্রুপের আঞ্চলিক ও আন্তর্জাতিক সমর্থকরা- উভয়ই ইরাকের মুসলিম জনগণের সমকক্ষ নয় এবং ইরাকের জনগণ তাদেরকে প্রতিহত করবে, মহান আল্লাহর ইচ্ছায়।
রুহানি বলেন, বিশ্বের সব পরাশক্তি, ভাড়াটে সেনা ও সন্ত্রাসীদের জানা উচিত মহান ইরানি জাতি ইরাকের পবিত্র কারবালা, নাজাফ, কাজেমিয়া ও সামারায় অবস্থিত পবিত্র মাজারগুলোকে রক্ষার জন্য সব ধরনের পদক্ষেপ নিবে।
উল্লেখ্য, ইরাকের পবিত্র নাজাফে রয়েছে হযরত আলী (আ.)'র মাজার, কারবালায রয়েছে হযরত ইমাম হুসাইন (আ.)'র মাজার এবং কাজেমিয়া শহরে রয়েছে বিশ্বনবী (সা.)'র পবিত্র আহলে বাইতের সদস্য ইমাম মুসা কাজিম (আ.)-এর মাজার মুবারক। আর সামারায় রয়েছে বিশ্বনবী (সা.)'র পবিত্র আহলে বাইতের সদস্য ইমাম মাহদী (আ.)'র পিতা ইমাম হাসান আসকারি (আ.) ও দাদা ইমাম আলী নাকি (আ.)'র মাজার।
ইরানের বিপুল সংখ্যক জনগণ তাঁদের পবিত্র মাজারগুলোর রক্ষার জন্য প্রস্তুত বলে রুহানি জানান।
ইরাকের শিয়া, সুন্নি ও কুর্দি মুসলমানরাও আইএসআইএল-এর সন্ত্রাসীদের মোকাবেলার জন্য প্রস্তুত ও স্বেচ্ছাসেবী হয়েছেন বলে তিনি উল্লেখ করেন। #
রেডিও তেহরান/এএইচ/১৮
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন