ব্রাজিলের পথে পথে ৫ লাখ শিশু যৌনকর্মী
অনলাইন ডেস্ক, ঢাকা
বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কম।
সর্বশেষ আপডেট : 13 June 2014 | 06:52 PM
28K 36
বিশ্বকাপ উপলক্ষে জমে উঠেছে ব্রাজিল। সারা বিশ্ব থেকে প্রায় ছয় লক্ষ পর্যটক ও ফুটবলপ্রেমী গিয়ে আছড়ে পড়েছে ব্রাজিলের মাটিতে।
পর্যটক আকর্ষণে দেশটির হোটেল, রেস্তোরা, সমুদ্র সৈকত থেকে পর্যটন কেন্দ্রগুলোও সেজেছে বর্ণিল সাজে। সেই সঙ্গে বসে নেই দেশটির যৌনকর্মীরা। ব্রাজিলে যৌন ব্যবসা একটি বৈধ পেশা।
তাই পর্যটক আকর্ষণে ইংরেজি, ফরাসি, জার্মান ভাষা শেখার পাশাপাশি, নাচ, গান, সাঁতার, সমুদ্রস্নান, ফুটবল নিয়ে হট অঙ্গভঙ্গি, ভারতীয়কামসূত্র শিখে পুরোদস্তুর 'বাণিজ্যিক স্মার্ট' বনে গেছে দেশটির প্রায় ১৫ লক্ষ যৌনকর্মী। এজন্য প্রায় আট মাস বিভিন্ন কর্মশালায় অংশ নেয় তারা।
দেশটির সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানও এ ব্যাপারে সাহায্য করেছে নীশিকর্মীদের। তবে শিশু যৌনকর্মী নিয়ে বিতর্কে পড়েছে বিশ্বকাপ আয়োজক দেশটির সরকার। সেখানে ১৫ লাখ যৌন কর্মীর ৫ লাখই শিশু যাদের অনেকের বয়স ৮ বছরের নিচে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন