প্রেম বিয়ে অতপর ভাঙ্গন
19 Jun, 2014
এইতো মাত্র কদিন আগে ঢাকার শান্তিনগরের মোড়ে নাট্যকর্মী ও কিছু বিনোদন সাংবাদিকের মধ্যে জমপেশ আড্ডা হচ্ছিল। এই আড্ডায় নাট্যজনের এক সময়ের তুখুড় অভিনেতা কবীর আহমেদ বললেন, ‘আপনারা যত কথাই বলেন সিনেমার নায়িকাদের বিয়ের বাজারে তেমন কোনও চাহিদা নেই। এক এক নায়িকা আঁইবুড়ো হয়ে গেল তাদের বিয়ে হয় না। কেউ তাদের বিয়ে করতে চায় না। অথচ আমাদের টিভির নায়িকাদের বিয়ের বাজারে দারুণ চাহিদা। এক একজন চার পাঁচটা করে বিয়ে করে, তারপরও বিয়ের চাহিদা ফুরায় না।’
কবীর আহমেদের এই উক্তি রসিকতামূলক। কিন্তু এই উক্তি মধ্য দিয়ে উঠে এসেছে টিভি নায়িকাদের বিবাহিত জীবনের একটা চালচিত্র। উদাহরণ হিসেবে বলা যায় নায়িকা মিমোর কথা। এফডিসির নতুন মুখের সন্ধানে প্রোগ্রামের আওতায় চলচ্চিত্রে আসেন মিমো। যখন তিনি দেখলেন চলচ্চিত্রে তাকে দিয়ে হবে না তখন তিনি নিলয়-শখদের সঙ্গে সমঝোতা গড়ে তোলার চেষ্টা করেন বিজ্ঞাপনচিত্রে ও নাটকে অভিনয় করার জন্য। অনেকটা সফলও হয়েছেন বলা যায়। এরপরই তিনি বিয়ে করেন একজন সাংবাদিককে। তাদের সেই সংসার বেশিদিন টেকেনি। শোনা যায়, এখন তিনি রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বাস করলেও একটি ধণাঢ্য গোষ্ঠীর সহায়তায় নিজেকে গ্ল্যামার জগতে টিকিয়ে রাখার চেষ্টা করছেন। এই নিয়ে মাথাব্যথা নেই নাট্যাভিনেত্রী অপি করিমের। তার তৃতীয় বিয়েটিও ভেঙ্গে গেছে। তাতে ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হবে কিনা সেটা ভাবারও সময় নেই তার।
নাট্য পরিচালক এজাজ মুন্না অভিনেত্রী তাজিন আহমেদের সঙ্গে সংসার ভেঙ্গে দিয়ে অভিনেত্রী মমকে বিয়ে করেন। তাদের সংসারে একটি সন্তান আসার বেশ কিছুদিন পর সংসার ভেঙ্গে দেন মম এবং বিয়ে করেন আরেক নাট্য পরিচালক শিহাব শাহীনকে। সন্তানকে বলা হয় সাংসারিক বন্ধনের সেতু।
সেই সেতুবন্ধন শেষ পর্যন্ত তাদের কাছে থাকেনি। একই ঘটনা ঘটেছে তিন্নির ক্ষেত্রেও। একটি সন্তান হওয়ার পর তিন্নি হিল্লোল আলাদা হয়ে যায়। পরে হিল্লোল বিয়ে করেন বিয়ের কাজে অভিজ্ঞ নওশীনকে। তিন্নিও বিয়ে করেছিলেন এক মেক-আপ ম্যানকে। সেখান থেকেও তিন্নি এখন বিচ্ছিন্ন। তার জীবন প্রবাহিত হয়েছে অন্য খাতে।
বিজরী বরকতউল্লা স্বামী সঙ্গীত পরিচালক ইমনকে ছেড়ে এখন সংসার পেতেছেন দিনার নামের একজনকে নিয়ে। অভিনেত্রী মৌসুমী নাগ ছেড়ে দিয়েছেন অভিনেত্রী অরুণা বিশ্বাসের ছোটভাই মিঠু বিশ্বাসকে। তিনি এখন বিয়ে করেছেন শোয়েবকে। ব্যতিক্রম শুধু সুবর্ণা, শমি কায়সার এবং জয়া আহসান। দ্বিতীয় বিয়ে ভেঙ্গে যাওয়ার পর সুবর্ণা, রিঙ্গোর সঙ্গে ছাড়াছাড়ির পর শমি এবং তিনবার সংসার ভেঙ্গে যাওয়ার পর জয়া আহসান এখন একাই আছেন। প্রভার কাহিনী কিছুটা মর্মন্তুদ। ব্যবসায়ী রাজীবের বাগদত্তা হওয়ার পর তিনি খাম-খেয়ালিভাবে বা সচেতনভাবেই রাজীবের সঙ্গে একটি পর্ণোগ্রাফি করেন। এটা ছিল নিতান্তই তাদের ব্যক্তিগত। কিন্তু তিনি যখন রাজীবকে ছেড়ে অপূর্বর প্রেমে পড়ে তার সঙ্গে পালিয়ে যান তখন সেই পর্ণোগ্রাফি প্রকাশ্যে চলে আসে। এ নিয়ে তাকে যথেষ্ট বেগ পেতে হয়। এখন আবার বিয়ে করে তিনি থিতু হন এবং ক্যারিয়ার পুনরুদ্ধারে সক্রিয় হয়েছেন। কিন্তু তার হারানো ইমেজ ফিরে পাওয়ার লক্ষণ এখনও দেখা যাচ্ছে না।
এমনি আরও অনেক প্রেম, বিয়ে, বিচ্ছেদ এবং সন্তানদের ছেড়ে যাওয়ার ঘটনা রয়েছে। টিভি জগতে প্রেম বিয়ে এবং বিয়ে বিচ্ছেদের ঘটনা এমনভাবেই ঘটে চলেছে যে তাকে বলা যায়, স্বর্গ থেকে আসে প্রেম বানের জলে ভাসে। যেন ইচ্ছে করলেই তাকে ডাঙ্গায় তুলে আনা যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন