রবিবার, ২২ জুন, ২০১৪


বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নাটোরে স্বামীকে কুপিয়ে হত্যা, স্ত্রী আটক জাস্ট নিউজ - নাটোর, ১৮ জুন (জাস্ট নিউজ) : নাটোরে বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে স্বামীকে কুপিয়ে হত্যা করেছে স্ত্রী জেসমিন আক্তার (২২)। নিহতের নাম সেলিম হোসেন (২৫)। এ ঘটনায় পুলিশ হত্যাকারীকে আটক করেছে। বুধবার সকালে নাটোর জেলার বড়াইগ্রাম পৌরসভার ৪নং ওয়ার্ডের লক্ষ্মীপুর স্কুলপাড়া গ্রামে এই হত্যাকা-ের ঘটনাটি ঘটে। সেলিম হোসেন ওই গ্রামের আবুল হোসেনের ছেলে। জানা যায়, মঙ্গলবার রাত জেগে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা কেন্দ্র করে জেসমিন তার স্বামী সেলিম হোসেনকে ঘাস কাটা হাসুয়া দিয়ে গলায় কোপ দেয়। এতে সেলিম মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় প্রতিবেশীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। পরে সকালে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার এবং স্ত্রী জেসমিন আক্তারকে আটক করে। (জাস্ট নিউজ/কেএসএইচ/এইচও/০৯১৭ঘ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন