বৃহস্পতিবার, ১৯ জুন, ২০১৪


বালিকা বধূর গর্ভপাত ঘটানোর অভিযোগে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা 19 Jun, 2014 ৫ম শ্রেণির ছাত্রীকে বিয়ের পর জোরপূর্বক গর্ভপাত ঘটানোর অভিযোগে টাঙ্গাইল জেলা পুলিশে কর্মরত এসআই আবদুল ওয়ারেছসহ তিনজনের বিরুদ্ধে বরিশাল আদালতে মামলা হয়েছে। ওই বালিকা বর্তমানে নগরীর কাশীপুর ফজিলাতুন্নেচ্ছা মহিলা মাদ্রাসায় ৭ম শ্রেণিতে অধ্যয়নরত। বালিকাটির মা মাহামুদা বেগম বাদী হয়ে মঙ্গলবার বিকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এই মামলা দায়ের করেন। ট্রাইব্যুনালের বিচারক মুজিবুর রহমান শুনানি শেষে অভিযোগের তদন্ত করে নগরীর বন্দর থানার ওসিকে প্রতিবেদন প্রেরণের নির্দেশ দেন। মামলায় অন্য অভিযুক্ত হলেন, ওয়ারেছের প্রথম স্ত্রী আসমা বেগম ও বোন লাভলী। উৎসঃ বাংলাদেশ প্রতিদিন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন