মঙ্গলবার, ১৭ জুন, ২০১৪


৩৮ জনের যোগসাজশে তরুণীকে ধর্ষণ >> রয়টার্স Published: 2014-05-31 23:58:46.0 BdST Updated: 2014-05-31 23:58:46.0 BdST ছবি: প্রতীকী ছবি: প্রতীকী মালয়েশিয়ায় ১৫ বছরের এক তরুণীকে ধর্ষণ করা হয়েছে; যে ঘটনায় অন্তত ৩৮ জন পুরুষ জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। Print Friendly and PDF 0 2 3046 শুক্রবার স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, গত ২০ মে উত্তর-পূর্বাঞ্চলের কেলেন্টান রাজ্যের একটি পরিত্যক্ত ঘরে মেয়েটিকে ধর্ষণ করা হয়। ঘটনা প্রকাশ হওয়ার পর পুলিশ এর সঙ্গে জড়িত সন্দেহে ১৩ জনকে আটক করেছে। মেয়েটির ১৭ বছর বয়সী এক বান্ধবী তাকে প্রলুব্ধ ঘরে ওই ঘরে নিয়ে গিয়েছিল। ঘটনাস্থলটি মাদক দ্রব্য হাত বদলের কাজে ব্যবহৃত হয় বলে স্থানীয়দের অভিযোগ। অপর বান্ধবী ধর্ষণের শিকার হয়েছিল কিনা পুলিশ তা খতিয়ে দেখছে। সম্প্রতি ভারতের উত্তর প্রদেশে দুই বোনকে গণধর্ষণের পর গাছে ঝুলিয়ে হত্যা করার ঘটনা প্রকাশ পেয়েছে। এক বছর আগে নয়া দিল্লিতে একটি বাসে এক মেডিকেল ছাত্রীকে গণধর্ষণের পর তার ওপর বর্বরতা চালানোর ঘটনায় ভারতে ধর্ষণ বিরোধী জনরোষ সৃষ্টি হয়েছিল। উত্তর প্রদেশের ঘটনাও একই ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করছে। মালয়েশিয়ায় সম্প্রতি প্রকাশ হওয়া গণধর্ষণের খবর দক্ষিণ এশিয়ায় বিভিন্ন অঞ্চল থেকে আসা নারীর প্রতি ধারাবাহিক নিষ্ঠুরতার অংশ বলে বিশ্বগণমাধ্যমতে মন্তব্য হচ্ছে। মালয়েশিয়ার কেন্দ্রীয় পুলিশ ও রাজ্য পুলিশ ধর্ষণের ঘটনায় মুখ খুলছে না। তবে জেলা পুলিশ প্রধান আজহাম ওথাম স্থানীয় গণমাধ্যমগুলোকে বলেছিলেন, ধর্ষণের ঘটনার সঙ্গে ৩৮ জন জড়িত থাকার কথা জানতে পেরেছে পুলিশ। বিশ্বের আরো খবর

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন