স্বামী ছেড়ে পরিচালকের সঙ্গে শিল্পার লিভ ইন
অনরাইন ডেস্ক:
চাকদে ইন্ডিয়া, ফের বিএ পাশ, বলিউডে কেবল দুটো ছবি আর তাতেই সবার নজর কেড়েছেন শিল্পা শুক্লা৷ বিএ পাস- এ যৌনতার ছোঁয়ায় মাতান যুবা-বৃদ্ধ সবাইকে। সাহসিকতার জন্য আলোচিত যেমন হন তেমনি নগ্নতার জন্য সমালোচিতও কম হননি। তবে ক্যারিয়ারের চিন্তায় তোয়াক্কা করেননি কিছুই। কিন্তু, বিবাহিতদের যেন বলিউডে উপরে ওঠা একটু কষ্টকরই। তাই ছবির দুনিয়ার পা রাখার আগেই শুভ বিবাহ সম্পন্ন করা শিল্পা সরতে থাকেন স্বামীর সংসার থেকে। হঠাৎ করে পাওয়া জনপ্রিয়তার আঁচড়ে এবার স্বামীকে একেবেরাই টাটা বাই বাই করে দিয়েছেন শুক্লা। পড়েছেন এক পরিচালকের খপ্পরে, সে আর কেউ নয় বিএ পাশ ছবির পরিচালক অজয় বহল৷ প্রেমের গন্ডি পেড়িয়ে দুজনে এখন লিভ ইনও করছেন স্বচ্ছন্দে৷ শিল্পা জানিয়েছেন, তার স্বামী মোহিত এখন কেবল তার ভাল বন্ধু৷ স্বামী মোহিতকে দিল্লিতে ফেলে আপাতত মুম্বাইতেই বাসা বেধেছেন চাকদে গার্ল৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন