বৃহস্পতিবার, ১৯ জুন, ২০১৪


এক্সক্লুসিভ ভিডিও >> বাংলাদেশের এক কিশোরী যৌনদাসীর আকুতি 19 Jun, 2014 দেশের এক জায়গা থেকে কিশোরী, তরুণী ও যুবতীকে অপহরণ, ফুসলিয়ে, প্রেমের ফাঁদে ফেলে অথবা বিয়ে করে নিয়ে এসে পতিতা পল্লীতে বিক্রি করে দেওয়া হচ্ছে। অতঃপর ওইসব মেয়েদের অভিভাবক খবর যদি পেয়ে থাকে তাহলে প্রশাসন কিংবা মোটা অংকের টাকা দিয়ে নিজ মেয়েদের ফেরত নিয়ে যাচ্ছেন। অাবার অনেক অভিভাবক তাদের মেয়েদের খবর পান না। অথবা কেউ কেউ খবর পেলেও সমাজ, লোকলজ্জার ভয়ে আর তাদের মেয়েদের ফেরত নিতে আসেন না। এক্ষেত্রে ওইসব মেয়েদের স্হায়ী ঠিকানা হয়ে যায় নিষিদ্ধ পল্লী। রাজবাড়ী জেলার দৌলতদিয়া যৌনপল্লীর তেমন এক কিশোরীর সাক্ষাৎকার নিয়েছেন আমাদের নিজস্ব প্রতিনিধি। যেহেতু সেখানে ক্যামেরা বা মাইক্রোফোন কিছুই ব্যবহার করার অনুমতি নেই, তাই লুকিয়ে ধারণ করা হয়েছে ভিডিওটি। ফলে শব্দ বেশ অস্পষ্ট। তবে মনোযোগ দিয়ে শুনলে বোঝা যাবে ওই কিশোরীর কথা। কিভাবে তার ঠাই হলো ওখানে। সেখানে কেমন আছে সে? শুনুন তার মুখেই। https://www.youtube.com/watch?v=43qJyp0Jtos

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন