শুক্রবার, ২ মে, ২০১৪


হিজাব ধর্মীয় কোনো বিধান নয়, এটা আধুনিকতার পরিপন্থি : সৌদি রাজকুমারী
01 May, 2014 ধর্মীয় বিধানের অংশ হিসেবে নয়, মুসলিম নারীরা হিজাব পরিধান করেন ইসলামের প্রথা মেনে। এটি ধর্মীয় বিধিবিধানের অংশ নয়। সম্প্রতি এমন মন্তব্য করেছেন সৌদি রাজকুমারী আদলাহ বিনতে আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সৌদ। সৌদি বাদশাহ আবদুল্লাহর এই কন্যা মনে করেন, ইসলামিক অনুশাসনে পর্দা বলতে ওড়নার কথাই বোঝানো হয়েছে। সৌদি রাজকন্যা আদলাহ নিজেও হিজাব পরিধান করেন না। আধুনিক রুচির সঙ্গে মানানসই পোশাকে সাজতে অভ্যস্ত সুন্দরী এই নারী মাথায় ওড়না রাখেন। তিনি এমনভাবে ওড়না পরেন, অনেক সময় তার সব চুল ঢাকাও পড়ে না। নারী-পুরুষের একসঙ্গে কাজ করার ক্ষেত্রে আপত্তির কিছু রয়েছে বলে মনে করেন না তিনি। তার মতে, পারস্পরিক শ্রদ্ধাটাই হচ্ছে আসল কথা। আদলাহ সৌদি আরবে সক্রিয় সময় কাটান। তিনি বিভিন্ন সামাজিক আচার অনুষ্ঠানে অংশ নেন। প্রায়ই আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানানো, সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকেন তিনি। নারী স্বাধীনতায় বিশ্বাসী আদলাহ বাল্যবিবাহের ঘোর বিরোধী। তার ভাষায়, ‘বাল্যবিবাহের বিরুদ্ধে কঠোর আইন থাকা উচিত।’ বিয়ের বয়স সম্পর্কে আইনগত বিধি থাকা প্রয়োজন বলে মনে করেন তিনি। লা ফিগারো’র সঙ্গে সাম্প্রতিক এক আলাপচারিতায় সৌদি রাজকন্যা নিজের এসব অভিমতের কথা খোলাখুলি জানান। আদলাহর এ জাতীয় দৃষ্টিভঙ্গির কারণে অনেকে তাকে সৌদি নারী সম্প্রদায়ের অনুকরণীয় আদর্শ বলে মত দেন। তারা বিশ্বাস করেন, দেশটির নারীমুক্তির পথে আশার প্রতীক হয়ে থাকবেন এ নারী। রাজকুমারীর এমন সব মন্তব্যে পরিবারের দিক থেকেও বিশেষ আপত্তির কথা আগে শোনা যায়নি। Share on facebook Share on email Share on print 8

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন