বৃহস্পতিবার, ৮ মে, ২০১৪


ধর্ষণের অভিযোগে 'আশিকি টু'র গায়ক গ্রেফতার
অনলাইন ডেস্ক | প্রকাশ : ০৮ মে, ২০১৪ ১৬:১৫:৪১ | আপডেট : ০৮ মে, ২০১৪ ১৬:১৮:২৪ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তিনি প্রেমিকাকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। অনলাইন ডেস্ক 'আশিকি টু' সিনেমায় তার গান 'সুন রাহা হ্যায় না তু...গা রাহা হু ম্যায়' শুনে আবেগে ভেসে গিয়েছিল আসমুদ্র হিমাচল। সেই গানের গায়ক অঙ্কিত তিওয়ারি ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছেন।ধর্ষণের অভিযোগে 'আশিকি টু'র গায়ক গ্রেফতার অঙ্কিত তিওয়ারি। ছবি: জিনিউজ ভারতের সংবাদমাধ্যম জিনিউজ জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে অঙ্কিতকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর তাকে ভেসোভা পুলিশ স্টেশনে নেওয়া হয়েছে। অঙ্কিতের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন তার প্রেমিকা। অভিযোগে বলা হয়েছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অঙ্কিত তার প্রেমিকাকে ধর্ষণ করেন। পরবর্তীতে অঙ্কিতের ভাই অঙ্কুর সেই নারীকে হত্যার হুমকিও দেন। এ ঘটনায় অঙ্কিতের ভাই অঙ্কুরকেও গ্রেফতার করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন