লিভ টুগেদারের সঙ্গীকে খুনের পর গণধর্ষণ!
May 10, 2014 by নিউজ ডেস্ক/মেহা in প্রতিবেশী with 0 Comments
indiaপ্রতিবেশী ডেস্ক
নিউজ ইভেন্ট ২৪ ডটকম
লিভ টুগেদারের পার্টনারকে খুনের পর তাঁকে ধর্ষণ করল এক যুবক। শুধু তাই নয়, তার এক বন্ধুও মৃতাকে ধর্ষণ করে। এর পর তাঁর মৃতদেহ লুকিয়ে রাখে ওই দুই যুবক। ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণ-পশ্চিম দিল্লির বিন্দাপুরে।
ময়নাতদন্তর রিপোর্টে জানা গেছে, হত্যার পর ওই যুবতীকে ধর্ষণ করা হয়। ২ মে মৃতদেহ উদ্ধার করার পর তদন্তে নামে পুলিশ। ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নাম গুলফাম এবং মহম্মদ রফিক। তারা জানিয়েছে, ২৯ এপ্রিল শ্বাসরোধ করে ওই যুবতীকে খুন করে তাঁরা। ধর্ষণ করার পর যুবতীর দেহ আলমারির মধ্যে লুকিয়ে রাখে।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, গুলফাম ওই যুবতীর সঙ্গে বিন্দাপুরে একটি ভাড়া বাসায় থাকত। রফিক দু’জনেরই বন্ধু ছিল। পরে রফিক এবং গুলফাম জানতে পারে, এক প্রতিবেশীর সঙ্গে যুবতীর প্রেম সম্পর্ক গড়ে উঠেছে এবং তাঁরা বিয়ের পরিকল্পনাও করছেন। এর পরই রেগে যায় গুলফাম। হত্যার পরিকল্পনা করে বন্ধুর সঙ্গে মিলে। তার পরই যুবতীকে হত্যা করে তারা।
নিউজ ইভেন্ট ২৪ ডটকম/১০ মে, ২০১৪/২২.৩৪/মেহেদী হাসান
আরো খবর:
বড় বোনের বিয়ের দিনে ধর্ষিত হলেন ছোট বোন
মোবাইল অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেল, অত:পর ধর্ষণ!
মাদারীপুরে নিখোঁজ যুবতীর লাশ উদ্ধার
শ্যালিকাকে গণধর্ষণ : গ্রেপ্তার হলেন বড় বোন, দুলাভাই পলাতক
কিশোরীকে অপহরণ করে হাত-মুখ বেঁধে ধর্ষণ
- See more at: http://www.newsevent24.com/2014/05/10/others/neighbour/130173#sthash.ySjAX6Yn.dpuf
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন