সোমবার, ৫ মে, ২০১৪


পর্নো সাইট বন্ধ করলে সাহিত্যের ক্ষতি হবে 05 May, 2014 পর্নোগ্রাফি সকল সাইট বন্ধ করা সম্ভব না এবং বন্ধ করলে সাহিত্যের ক্ষেত্রে অনেক ক্ষতি হবে বলে মন্তব্য করেছে ভারত সরকার। দেশটির সর্বোচ্চ আদালতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সোমবার এ কথা বলা হয়েছে। খবর পিটিআইয়ের। বিচারক বিএস চৌহানের বেঞ্চে সরকারের পক্ষে অতিরিক্ত আইনজীবী জেনারেল কেভি বিশ্বনাথান এ কথা বলেন। তিনি বলেন, ‘যদি সকল পর্নো সংক্রান্ত সাইট বন্ধ করা হয়, এমনকি মূল্যবান সাহিত্যও, তাহলে তা অধিক ক্ষতি করবে।’ অ্যাডভোকেট কামলেশ ভাসানি’র দায়ের করা একটি পিটিশিনের শুনানিতে বিশ্বনাথান এ কথা জানান। পিটিশনে ভাসানি উল্লেখ করেছেন, যদিও অশ্লীল ভিডিও দেখা অপরাধ নয়। তারপরও পর্নোসাইটগুলো বন্ধ করা উচিত। কারণ তা নারীদের ওপর অপরাধমূলক কর্মকাণ্ডে অন্যতম প্রধান ভূমিকা পালন করে। পিটিশনে ভারতে নারী ও শিশুদের ওপর যৌন হয়রানি বৃদ্ধির জন্য পর্নোসাইটগুলোকে দায়ী করা হয়েছে। অ্যাডভোকেট বিজয় পাঞ্জানি বলেন, ‘অশ্লীল ইন্টারনেট আইন জনগণকে পর্নো ভিডিও দেখতে উৎসাহিত করে। বর্তমানে দেশের বাজারে ২০ কোটি ভিডিও ও ক্লিপিংস সহজলভ্য। যা সরাসরি ইন্টারনেট থেকে ডাউনলোড করা হয়েছে বা সিডি থেকে কপি করা হয়েছে।’ এর আগে গত বছরের ১৮ নভেম্বর পর্নোসাইট বন্ধে দেশটির টেলিকমিউনিকেশনস বিভাগকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন