তসলিমা নাসরীন অসুস্থ, আশঙ্কা ক্যান্সারের
নয়া দিগন্ত অনলাইন
১১ মে ২০১৪, রবিবার, ১১:১৯
বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরীন যুক্তরাষ্ট্রে অসুস্থ হয়ে চিকিৎসকদের শরণাপন্ন হয়েছেন। তিনি নিজেই ক্যান্সারের আশঙ্কা করছেন। এক টুইটে তিনি এ আশঙ্কার কথা জানান। শনিবার নিউ ইয়র্কে ঘনিষ্ঠজনদের কাছেও তিনি একই কথা বলেন। সপ্তাহখানেক আগে নয়াদিল্লি থেকে নিউ ইয়র্কে আসেন তিনি।
টুইটে তসলিমা জানান, কয়েক দিন ধরে একটু একটু কাঁশি হওয়ায় গত ৬ মে নিউ ইয়র্কের একটি হাসপাতালে যান তিনি। সেখানে তার ফুসফুস পরীক্ষার পর চিকিৎসকরা স্তন পরীক্ষা করেন। তার স্তনে টিউমার ধরা পড়েছে, যা প্রায় এক ইঞ্চি পর্যন্ত বিস্তৃত হয়েছে। এরপরই তার ‘বায়োপসি’ করা হয়। সোমবার ‘বায়োপসি’র রিপোর্ট দেয়ার কথা।
ওই রিপোর্টের ভিত্তিতে তার চিকিৎসা শুরু হবে। বিষয়টি নিয়ে ভীষণ দুশ্চিন্তায় আছেন বলে জানিয়েছেন তিনি।
ক্যান্সারে মায়ের মৃত্যু এবং বর্তমানে এক ভাই নিউ ইয়র্কে ক্যান্সারের চিকিৎসা নেয়ায় নিজের ক্ষেত্রেও একই সমস্যার আশঙ্কা তার।
Share on facebook Share on twitter Share on email Share on print More Sharing Services 17
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন