এক রাতের ভাড়া ৯ লাখ রুপি !
06 May, 2014
আগামি নভেম্বরেই জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল এই হোটেলটি। হোটেলটির নামকরণ করা হয়েছে রাজমহল প্যালেস হোটেল। ১৭২৯ সালে তৈরি করা হয়েছিল এই রাজপ্রাসাদটি। এখন সেটি হোটেল।
রাজস্থানের রাজধানী জয়পুরে অবস্থিত এই রাজপ্রাসাদটিকে হোটেলে রূপান্তর করেছে বিশ্বখ্যাত সুজান গ্রুপ। দুবাই, বালি, লন্ডনসহ বিভিন্ন দেশে এই গ্রুপের চেইন হোটেল রয়েছে। খবরটি দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
হোটেলটিতে তৈরি করা হয়েছে ২০টি বিলাসবহুল কক্ষ। এই কক্ষগুলিতে কেউ একরাত থাকতে চাইলে ভাড়া হিসাবে গুণতে হবে ভারতীয় মুদ্রায় ৯ লাখ রুপির বেশি। থাকতে পারবেন পরিবার নিয়েও। ভাড়া একই। তবে পরিবারের সদস্যদের সংখ্যাটা ৪ এর বেশি হবে না।
এদিকে হোটেলের সবকক্ষের শোভাবর্ধন করা হয়েছে রাজস্থানি ও মোঘল ঘরানার সব বিখ্যাত শিল্পসম্ভার দিয়ে। চালুর আগেই গণমাধ্যমের আলোয় হোটেলটি পেয়ে গেছে বিশেষ প্রচার। জয়পুরে এই বিলাসবহুল রাজপ্রাসাদটি নির্মাণ করেছিলেন রাজপুতনার মহারাজা দ্বিতীয় সোয়াই জয় সিংহ। রাজপ্রাসাদটি মহারাজা সোয়াই জয় সিংহ তার প্রিয়তম স্ত্রী মহারানী চন্দ্রা রানাবতীকে উপহার দিয়েছিলেন।
ব্রিটিশরা এটি সরকারি দফতর হিসেবে ব্যবহার করেছেন অনেক দিন। পরে প্রাসাদটি মহারাজার বংশধরদের ফেরত দেওয়া হয়। তবে এটি রাজস্থান সরকার ঐতিহ্যের অংশ হিসেবে সরকারি ব্যবস্থাপনায় নিয়ে সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করেন। এখন এটিকে বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য সুজান গ্রুপের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এই বাণিজ্যের ভাগ পাবে রাজস্থানও।
উৎসঃ রাইজিংবিডি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন