‘সব প্রেমিকদের সঙ্গে কনডম রাখা উচিত, আমি নিজেই সবসময় কনডমের প্যাকেট রাখি’
April 23, 2014 by নিউজ ডেস্ক/এমএ in সংস্কৃতি-বিনোদন with 0 Comments
Ranveerসোজা সাপটা কথা বলায় তার সুনাম আছে। এড়িয়ে যান না স্পর্শকাতর কোন বিষয়ও। অকপটে জানালেন, পকেটে সবসময় কনডমের প্যাকেট নিয়ে চলেন। মানুষটি হচ্ছেন বলিউড অভিনেতা রণবীর সিং।
সম্প্রতি একটি কনডমের বিজ্ঞাপনে মডেল হয়েছেন তিনি। ইতিমধ্যে ভারতীয় চ্যানেলগুলোতে এর প্রচার শুরু হয়েছে। বিজ্ঞাপনটি নিয়ে একটি সংবাদমাধ্যম জিজ্ঞেস করলে রণবীর বলেন, ‘সব প্রেমিকদের সঙ্গে কনডম রাখা উচিত। আমি নিজেই সবসময় কনডমের প্যাকেট রাখি।’
এর আগে একবার রণবীর মন্তব্য করেছিলেন, খাবারের মতই দিনে দু’বার সেক্স চাই-ই চাই।
আরো খবর:
জন্মনিয়ন্ত্রকারী পণ্যের বিজ্ঞাপনে রণবীরের অনুপ্রেরণা সানি লিওন!
কনডম ব্যবহারের মারাত্মক কুফল
এবার স্কুলে কনডমের দোকান!
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ফ্রি কনডম বিতরণ!
যে খাবারগুলো আপনার যৌনজীবন নষ্ট করে দেয়
- See more at: http://www.newsevent24.com/2014/04/23/gallery/culture-entertainment/126299#sthash.DebNahY4.dpuf
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন