কন্যা সন্তান জন্ম দেয়ায় ...
11 May, 2014
জেলার নবীগঞ্জে কন্যা সন্তান জন্ম দেয়ায় স্ত্রীকে এক কাপড়ে বাবার বাড়ি পাঠিয়ে দিয়েছে পাষ- স্বামী।
স্থানীয়সূত্র জানান, পূর্ব নবীগঞ্জের গোজাখাইর গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র হারুন মিয়ার স্ত্রী আঁখি চৌধুরী ছয়দিন পূর্বে একটি কন্যা সন্তানের জন্মদেয়। এতে হারুন ক্ষিপ্ত হয়ে উঠে।
সে নিজের কন্যা সন্তানের মুখ দেখতেও রাজি হয়নি। কন্যা সন্তান হওয়ার অপরাধে স্ত্রী আঁখিকে এক কাপড়ে বাড়ি থেকে চলে যেতে বাধ্য করে। নিরুপায় আঁখি এখন আশ্রয় নিয়েছে বালিয়াচঙ্গ উপজেলার কাগাপাশা গ্রামে বাবার বাড়িতে।
স্থানীয়রা জানান, প্রায় তিন বছর পূর্বে তাদের বিয়ে হয়। বিয়ের বছর খানেক পর স্বামী হারুন বিভিন্ন সময়ে স্ত্রীকে বাবার কাছ থেকে যৌতুকের টাকা এনে দিতে নানাভাবে চাপ সৃষ্টি করে। যৌতুক আনতে অনীহা প্রকাশ করলে তার উপর শুরু হয় নির্যাতন।
ঢাকাটাইমস
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন