তারকাদের বিচ্ছেদের কারণ!
07 May, 2014
হুমায়ুন ফরিদীকে ডিভোর্স দিয়ে নাট্য ব্যক্তিত্ব বদরুল আনাম সৌদকে বিয়ে করেছেন সুবর্ণা। এ খবর শুনে অনেকেই সেদিন দুঃখ পেয়েছিলেন। কারণ হিসেবে সুবর্ণা বলেছিলেন, চিকিৎসক নিষেধ করার পরও ফরিদীর অতিরিক্ত মদ্য ও ধুমপান।
সারিকার বিয়ে হতে না হতেই ভেঙে গেল কারণ পাত্র নেশাগ্রস্থ। আর মডেল নিরবের সাথেও বিচ্ছেদ হয়েছিল এর আগে।
মডেল তিন্নির বিচ্ছেদ হয় হিল্লোলের সাথে। নওশীনের প্রেম ও তিন্নির উগ্র জীবনযাত্রাকে এজন্য অনেকেই দায়ী করেন।
আরেক জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার ভালোবেসে বিয়ে করেছিলেন ভিনদেশি টিভি অনুষ্ঠান ও বিজ্ঞাপন নির্মাতা রিংগোকে। দেশের অনেক সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিষেধ করার পরও রিংগোকে নিজের করে নিয়েছিলেন শমী। বিয়ের সময়ই অনেকে বলেছিলেন, এ বিয়ে বেশি দিন টিকবে না। অনেকের সে অনুমানকে সত্যে পরিণত করতে বেশি দিন সময় নেননি তারা।
এক দুর্ঘটনায় রিংগো আহত হলে চিকিৎসার জন্য দিল্লিতে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানেই শমী জানতে পারেন মিথ্যা বলে বিয়ে করেছিলেন রিংগো। আগের স্ত্রীকে তালাক দেননি। শমী এবার পরিবারের কথাই শুনলেন। তালাক দিলেন রিংগোকে।
প্রেম করে বিয়ে করেছিলেন নাট্য নির্মাতা গাজী রাকায়েত ও অভিনেত্রী আফসানা মিমিও। মতের অমিলের কারণে ভেঙে যায় তাদের সংসার।
নাট্য নির্মাতা সোহেল আরমান ও অভিনেত্রী তারিন প্রেম করে বিয়ে করেছিলেন হঠাৎ করেই। একমাস না পেরুতেই তাদের সংসারও যায় ভেঙে। কারণ হিসেবে তারিন জানিয়েছিলেন, অ্যাডজাস্টমেন্ট না হওয়ার বিষয়টি।
জনপ্রিয় শিল্পী সুরকার ও সঙ্গীত পরিচালক নকীব খান বিয়ে করেছিলেন সঙ্গীত শিল্পী সামিনা চৌধুরীকে। মতের অমিল হওয়ায় সামিনা চৌধুরী ডিভোর্স দেন নকীব খানকে; বিয়ে করেন অনুষ্ঠান নির্মাতা এজাজ খান স্বপনকে।
ঢাকাটাইমস
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন