রাজধানীতে আপত্তিকর অবস্থায় ধরা পরে স্বামীর হাতে স্ত্রী খুন
May 5, 2014 by নিউজ ইভেন্ট ২৪ ডটকম/এআই in রাজধানী with 0 Comments
Murder_sm_24040নিউজ ইভেন্ট ২৪ ডটকম
ঢাকা
রাজধানী ঢাকার খিলগাঁও এলাকায় স্ত্রীকে আপত্তিকর অবস্থায় দেখে ঘটনাস্থলেই খুন করেছে তার স্বামী। নিহতের নাম পারভীন আক্তার (৩৫)। এঘটনায় পুলিশ তার স্বামী মানিককে আটক করেছে।
আজ সোমবার সন্ধ্যা ৬ টার দিকে খিলগাঁওয়ে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত পারভীন ঢাকার খিলগাঁওয়ে তার স্বামীর সাথে ভাড়া বাড়িতে থাকত। সে দীর্ঘ দিন ধরে আলাউদ্দিন নামের এক ব্যক্তির সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। বিষয়টি টের পেলেও মানিক স্ত্রীকে হাতেনাতে ধরার জন্য অপেক্ষা করে। আজ সোমবার সন্ধ্যায় সন্ধ্যা ৬ টার দিকে আলা উদ্দিনের সাথে পারভীনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে মানিক।
নিজের স্ত্রীকে অন্যের সাথে এ অবস্থায় দেখে ঠিক থাকতে পারেননি স্বামী মানিক। বাইরে থেকে একটি ইট এনে পারভীনের মাথায় একের পর এক আঘাত করতে থাকে। এতে পরভীনের মাথা থেতলে যায় এবং ঘটনাস্থলেই সে মারা যায়।
নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিউজ ইভেন্ট ২৪ ডটকম/৫ মে, ২০১৪/২২.৩৫/আরিফুল ইসলাম
আরো খবর:
চট্টগ্রামের বাকলিয়ায় পোশাক কর্মী খুন
নামাজরত অবস্থায় স্ত্রীকে গলাকেটে হত্যা করেছে এক পাষণ্ড
নোয়াখালীর কোম্পানীগঞ্জে কিশোরীর মৃতদেহ উদ্ধার
স্বামীর সামনেই স্ত্রীকে ধর্ষণ
ফিলিস্তিনে আদালতে ঢুকে স্ত্রীকে খুন!
- See more at: http://www.newsevent24.com/2014/05/05/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%86%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%8d-2/#sthash.3TjR4eZ7.dpuf
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন